Dubrajpur Toto: এপ্রিল থেকে দুবরাজপুরে টোটো চালানোয় নতুন নিয়ম জারি দুবরাজপুর পৌরসভার

লাল্টু: টোটো এমন একটি যান, যে যান আসার পর সাধারণ যাত্রীদের যাতায়াতে এসেছি বৈপ্লবিক পরিবর্তন। তবে আবার মাত্রারিক্ত টোটো বৃদ্ধি পাওয়ার ফলে যানজট সমস্যায় ভুগতে হচ্ছে বাসিন্দাদের। আর এমন যানজট সমস্যা থেকে রক্ষা পেতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নিয়ম চালু করা হচ্ছে। ঠিক সেই রকমই এপ্রিল মাস থেকে দুবরাজপুর শহরে টোটো চালানোর ক্ষেত্রে নতুন নিয়ম জারি করতে চলেছে দুবরাজপুর পৌরসভা।

দুবরাজপুর পৌরসভায় এই মুহূর্তে ৪০০ টোটো রয়েছে যেগুলি দুবরাজপুর পৌরসভার অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকার। এছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকেও অনেক টোটো শহরে আসে। আর এত বেশি টোটো হওয়ার ফলে ঘিঞ্জি শহর দুবরাজপুরে প্রতিনিয়ত বেড়ে চলেছে যানজট। এমন পরিস্থিতি থেকে সাধারণ মানুষদের রেহাই দিতে নতুন নিয়ম জারি করতে চলেছে দুবরাজপুর পৌরসভা।

আরও পড়ুন: Dubrajpur News: জাল দলিল করে ভাইয়ের জমি হাতানো! প্রশাসনিক হস্তক্ষেপে দাদার বিরুদ্ধে FIR

দুবরাজপুর পৌরসভার নতুন নিয়ম অনুযায়ী এপ্রিল মাস থেকে শহরে আর কোন টোটো চালাতে দেওয়া হবে না যাদের নম্বর প্লেট থাকবে না। নম্বর প্লেট যুক্ত টোটো চালু করার জন্য ইতিমধ্যেই দুবরাজপুর পৌরসভার তাদের কাজ শুরু করে দিয়েছে। শনিবার দুবরাজপুর পৌরসভা তাদের পৌরসভা এলাকার ১০০টি টোটোতে নম্বর প্লেট যোগ করার কাজ শেষ করে। বাকি টোটোগুলিতেও নম্বর প্লেট লাগানো হবে বলে জানিয়েছেন পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে।

এর পাশাপাশি দুবরাজপুর শহরের পার্শ্ববর্তী গ্রাম্য এলাকা থেকে যে সকল টোটো শহরে আসে তাদের জন্যও বিকল্প কিছু ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করছে দুবরাজপুর পৌরসভা। কেননা পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে জানিয়েছেন, টোটোর সঙ্গে বহু মানুষের রুজি রোজগার জড়িয়ে রয়েছে। যে কারণে কারোর যাতে পেটের ভাতে টান না হয় তার ব্যবস্থা করা হবে।

এর পাশাপাশি শহর যাতে যানজট মুক্ত থাকে তার জন্য শহরের বিভিন্ন জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন ক্লাব এই বিষয়ে সহযোগিতা করেছে বলেও জানিয়েছেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পাণ্ডে।