সামনেই পৌষ মেলা, আর এই পৌষ মেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে বোলপুর শান্তিনিকেতন। পৌষ মেলায় আগত দর্শনার্থীদের যাতে কোনরকম সমস্যা পোহাতে না হয় তার জন্য সবার প্রথম বড় পদক্ষেপ নিতে দেখা গেল টোটো নিয়ে। বোলপুর পৌরসভা এবং বোলপুর মহকুমা পুলিশ প্রশাসনের তরফে বৈঠক করে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়।
যে সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো পৌষ মেলা চলাকালীন টোটোর রুট এবং ভাড়া। রুট নির্দিষ্ট করে দেওয়ার ফলে যানজটের সমস্যা থেকে রক্ষা পাবেন সাধারণ মানুষেরা এবং ভাড়া নির্দিষ্ট ভাবে বেঁধে দেওয়ার পরিপ্রেক্ষিতে বাইরে থেকে আগত মানুষেরা সমস্যায় পড়বেন না বলেই আশা করছে প্রশাসন।
আরও পড়ুনঃ রামপুরহাটে টোটো চালকদের বড় হুঁশিয়ারি, দাবি-দাওয়া না মানলে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত
পুলিশ প্রশাসন এবং পৌরসভার তরফে যে সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে সাংবাদিক বৈঠক করে প্রশাসনের তরফে টোটোর রুটের বিষয়টি জানানো হয়েছে। অন্যদিকে মেলা চলাকালীন ভাড়া হিসাবে প্রতি কিলোমিটার জনপ্রতি 15 টাকা করে ধার্য করা হয়েছে।
