টোটো রেজিস্ট্রেশন থেকে শুরু করে ই রিক্সায় বদল করা ইত্যাদির পরিপ্রেক্ষিতে সমস্যায় পড়ছেন টোটো চালকরা। আর এরই পরিপ্রেক্ষিতে শনিবার রামপুরহাটের টোটো চালকদের তরফ থেকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে একটি প্রতিবাদ মিছিল করা হয়।
রামপুরহাট রেলওয়ে চ্যাম্পিয়ন গ্রাউন্ড থেকে মিছিল করে পাঁচ মাথার মোড় হয়ে সেই মিছিল পৌঁছই এসডিও অফিসে। সেখানেই তাদের তরফ থেকে বিক্ষোভ দেখানোর পাশাপাশি মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় যে স্মারকলিপিতে তাদের তরফ থেকে ৭ দফা দাবি দাওয়া তুলে ধরা হয়।
আরও পড়ুনঃ সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পুলিশের দুর্ব্যবহার! রোগীকে টেনে হিঁচড়ে বের করার অভিযোগ
তাদের মূল অভিযোগ মূলত গত ৮ অক্টোবর যে নির্দেশিকা জারি করা হয়েছে তার বিরুদ্ধে। তাদের দাবি ওই নির্দেশিকা কার্যকর হলে সাধারণ মানুষের চলাচল এবং টোটো চালকদের জীবিকাই মারাত্মক প্রভাব পড়বে। এরই পরিপ্রেক্ষিতে টোটো চালকরা স্পষ্ট জানিয়ে দেন, যদি ওই নির্দেশিকা বাতিল না করা হয় তাহলে আগামী ২৩ ডিসেম্বর রামপুরহাট শহরে টোটো চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে।
