Dubrajpur: বড় গাড়ি ঢুকলেই ছুঁচোর হাতি গেলার মত অবস্থা, যানজট দুবরাজপুর শহরের নিত্য দিনের সমস্যা

Dubrajpur: বড় গাড়ি ঢুকলেই হাতি ঢোকার মত অবস্থা। বিশ্বাস না হলেও বারবার এমনই ঘটনা ঘটতে দেখা গিয়েছে বীরভূমের দুবরাজপুর শহরে। আর এই পরিস্থিতি থেকে রেহাই পেতে চান সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই। দুবরাজপুর একটি প্রাচীন শহর হওয়ার কারণে সত্যি বলতে এখানে পরিকল্পনা মাফিক সেই ভাবে রাস্তা নেই। আর এর ফলে এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করা একদিকে যেমন ঝুঁকিপূর্ণ ঠিক সেই রকমই আবার সময় সাপেক্ষ। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দুবরাজপুরের (Dubrajpur) নাগরিক সমিতির পক্ষ থেকে দুবরাজপুর পৌরসভায় একটি আবেদন পত্র জমা দেওয়া হয় বেশ কয়েক দফা দাবি নিয়ে।

তবে এসবের মধ্যেই শুক্রবার এমন একটি ঘটনা নজরে আসতে দেখা যায়, যার রীতিমতো ফের দুবরাজপুর (Dubrajpur) শহরের যানজট যন্ত্রণাকে তুলে ধরে। দুবরাজপুর শহরের সংকীর্ণ রাস্তায় শুক্রবার একটি বিশাল ট্রেলার মালপত্র নিয়ে ঢুকে পড়ে। আর এরপরেই এমন যানজট তৈরি হয় যে ওই রাস্তা দিয়ে একটি মোটরসাইকেল গলানোও মুশকিল হয়ে দাঁড়ায়। এমনকি ওই গাড়িটি এমন ভাবে ফেঁসে যায় যে সেটিকে বের করার জন্য পকলেন মেশিন, ক্রেন এনেও রীতিমতো বেগ পেতে হয়। আর এমন ঘটনা যাতে পুনরায় না ঘটে তার জন্য এলাকার বাসিন্দারা প্রশাসনকে সচেষ্ট হওয়ার আবেদন জানিয়েছেন।