শতাব্দি এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল মধ্য বয়স্ক এক মহিলার

প্রতীম মস্করা : চলতি সপ্তাহের বুধবার রামপুরহাটের জয়রামপুর ব্রিজের কাছে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় মা ও সন্তানের। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল শনিবার নলহাটিতে। নলহাটিতে রেললাইনের পারাপারের সময় শতাব্দি এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল এক মধ্য বয়স্ক মহিলার।

প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ নলহাটি স্টেশনের কাছে থাকা রেল ক্রসিং পারাপারের সময় দুর্ঘটনার কবলে পড়েন ওই মধ্য বয়স্ক মহিলা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। পরে রেল পুলিশ এসে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে।

প্রত্যক্ষদর্শী আনসার শেখ জানিয়েছেন, “ডাউন শতাব্দী এক্সপ্রেস যাওয়ার সময় নলহাটি রেলক্রসিংয়ে ট্রেনের সামনে পড়ে যান ওই মহিলা। সেই সময় দ্রুতগতির এই ট্রেনটিকে দেখে তিনি হতচকিত হয়ে পড়েন। কোন দিকে যাবেন কিছু বুঝতে পারার আগেই তাকে ট্রেন তাকে ধাক্কা দিয়ে উড়িয়ে দেয়। দুর্ঘটনাগ্রস্ত ওই মহিলার মাথার দিকের অংশ একেবারেই নেই।”

ট্রেন যাতায়াতের সময় রেলক্রসিংয়ে রেলগেট নামানো থাকলেও বহু মানুষকে দেখা যায় সেই রেলগেট টপকে রেললাইন পারাপার করতে। রেলের তরফ থেকে বারংবার এই ধরনের ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিতে বারণ করা হয়। কিন্তু তা সত্বেও এই ধরনের পদক্ষেপ নিতে দেখা যায় এই সকল মানুষদের। এদিনও ডাউন শতাব্দী এক্সপ্রেস নলহাটি স্টেশন ছেড়ে রামপুরহাটের দিকে যাওয়ার সময় লেভেল ক্রসিংয়ের রেলগেট পড়ে থাকা সত্ত্বেও ওই মহিলা তা টপকে পারাপার করার চেষ্টা করছিলেন বলে জানা গিয়েছে। তখনই তার সামনে চলে আসে দ্রুতগতির শতাব্দী এক্সপ্রেস। যদিও এই দুর্ঘটনায় মৃত ওই মহিলার পরিচয় এখনো জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের অনুমান ওই মহিলার বয়স ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে পারে।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, নলহাটির উপর দিয়ে যাওয়ার রেল লাইনে প্রচুর সংখ্যক ট্রেন চলাচল করার কারণে এই রেল ক্ৰসিংয়ে দীর্ঘ সময় ধরে রেলগেট পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা দীর্ঘ সময় ধরে অপেক্ষা না করে রেলগেট পড়ে থাকলেও তা টপকে পারাপার করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি দেওয়া অনুসারে গত কয়েক মাস আগে এখানে একটি ফুটওভার ব্রিজ তৈরির কাজও শুরু হয়। তবে সেই কাজ কিছুদিন চলার পর হঠাৎ থমকে যায়। স্থানীয়দের দাবি, এই ফুটওভার ব্রিজ তৈরি হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব।