Jiban Krishna Saha: নিয়োগ দুর্নীতি মামলায় ফের নড়েচড়ে বসলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সোমবার তারা একসঙ্গে হানা দেয় বীরভূম ও মুর্শিদাবাদে। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে আগেই মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দিয়েছিল ইডি। আর এবারও তার বাড়িতে খানা দিতে দেখা গেল ইডি আধিকারিকদের। এবার জীবনকৃষ্ণের বাড়িতে হানা দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা হানা দিল জীবন কৃষ্ণের পিসির বাড়িতেও।
আরও পড়ুন: বোলপুর থানার আইসির মা, বউকে নিয়ে কুকথা অনুব্রতর! আড়াই মাস পর কী হল
জীবনকৃষ্ণের (Jiban Krishna Saha) পিসির মায়া সাহার বাড়ি বীরভূমের সাঁইথিয়া ন নম্বর ওয়ার্ডে। তিনি ওই ওয়ার্ডের কাউন্সিলর। অন্যদিকে যা জানা যাচ্ছে তাতে এদিন নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে আধিকারিকরা কেবল জীবন কৃষ্ণের রঘুনাথগঞ্জ এর বাড়ি অথবা তার পিসির সাঁইথিয়ার বাড়িতে হানা দিয়েছেন এমন নয়। এছাড়াও তারা হানা দিয়েছেন মুর্শিদাবাদ এর বড়আর এক ব্যাংক কর্মীর বাড়িতেও। পাশাপাশি হানা দিয়েছেন দুর্নীতি মামলায় জড়িত প্রসন্ন রায়ের পুরুলিয়ার শ্বশুরবাড়িতেও।