আপনার ফোনে কেউ আড়ি পাতছে না তো, বাঁচার সহজ উপায়

নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি ফোনে আড়ি পাতা নিয়ে উত্তাল হয়ে উঠেছে দেশের রাজনীতি। তবে এই আড়ি পাতা, তথ্য চুরি হয়ে যাওয়া এমন ঘটনা কেবল সেলিব্রিটিদের ক্ষেত্রেই হয়ে থাকে এমনটা নয়। কিভাবে কার স্মার্টফোন থেকে কখন ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাবে তা কারোর জানা নেই। তবে বেশ কিছু সহজ উপায়ে এই আড়ি পাতা অথবা তথ্য চুরি হয়ে যাওয়া থেকে রক্ষা পাওয়া যেতে পারে। এমনটাই জানিয়েছেন এক মার্কিন সাইবার বিশেষজ্ঞ।

আমেরিকার সেনেট ইনটালিজেন্স কমিটির সদস্য আংগুস কিং জানিয়েছেন, তথ্য চুরি হয়ে যাওয়ার মতো ঘটনা থেকে নিজেদের স্মার্টফোনকে রক্ষা করতে একটি সহজ নিয়ম পালন করতে হবে। এই সহজ নিয়ম পালন করলে তথ্য চুরি হয়ে যাওয়ার মতো ঘটনা অনেকটাই এড়ানো যায়। তবে এটাও ঠিক, এই দুটি নিয়ম মানলে যে একেবারেই তথ্য চুরি হয়ে যাওয়ার মতো ঘটনা রুখে দেওয়া যেতে পারে তা নয়।

ওই বিশেষজ্ঞ জানিয়েছেন, নিজের স্মার্টফোন নির্ধারিত সময়ের পরিপ্রেক্ষিতে অফ এবং অন অর্থাৎ রিবুট করতে হবে। এ ক্ষেত্রে কেউ যদি আপনার স্মার্টফোন থেকে তথ্য চুরি করার কাজ চালায় তাহলে ফোন অফ অন করার সময় তা ব্যাহত হবে। লাগাতার যেভাবে তথ্য চুরির কাজ চলছিল তা পুনরায় শুরু করতে হলে ওই হ্যাকারকে আবার প্রথম থেকে প্রক্রিয়া শুরু করতে হবে। যা রীতিমতো সময় সাপেক্ষ।

ওই বিশেষজ্ঞ জানিয়েছেন, যখনই কোন স্মার্টফোন বন্ধ করে দেওয়া হবে সেই সময় আপনার স্মার্টফোন থেকে যে হ্যাকার তথ্য চুরি করছে তার সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। ফলে যে প্রক্রিয়াটি চলছিল তা ব্যাহত হবে। তবে এই প্রক্রিয়া পুনরায় ওই হ্যাকার শুরু করতে পারেন, কিন্তু সেই প্রক্রিয়া শুরু করতে হলে প্রথম থেকে শুরু করতে হবে।