Electric Two Wheeler: Honda ভারতীয় দুইচাকার বাজারে এমন একটি নাম যা গ্রাহকদের অন্যতম ভরসার জায়গা। Honda Activa-e ভারতীয় বাজারে রীতিমত চাঞ্চল্য সৃষ্টি করেছে। কিছুদিন আগে অনুষ্ঠিত হ্যা ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে দুই বৈদ্যুতিক স্কুটার Honda Activa-e এবং Honda QC1 লঞ্চ করেছে হন্ডা ৷ যার দাম সাধারণ মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই। হন্ডার এই স্কুটারগুলির দাম যথাক্রমে ১,১৭,০০০ টাকা এবং ৯০,০০০ টাকা (এক্স-শোরুম, বেঙ্গালুরু)। তবে শহর হিসাবে এক্স শোরুম মূল্যের তারতম হবে। লঞ্চ অফারে ১,০০০ টাকা দিয়ে এই দু’টি মডেল বুকিং করা যাবে৷
Honda Activa-e
Honda Activa-e-তে (Electric Two Wheeler) কি কি বিশেষত্ব রয়েছে আসুন জেনে নিই এই প্রতিবেদনের মাধ্যমেই। ১.৫ kWh-এর দু’টি ব্যাটারি ব্যবহার করেছে, যা মোট ৩ kWh ক্ষমতা প্রদান করে। এই গাড়িটির ব্যাটারির প্যাক পরিবর্তন করা যাবে না। সম্পূর্ণ চার্জে এই গাড়িটি চলবে ১০২ কিলোমিটার পর্যন্ত। স্কুটারটিতে একটি ৬ কিলোওয়াট মোটর ব্যবহার করা হয়েছে, যা ২২ Nm টর্ক উৎপন্ন করে, প্রতি ঘন্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত এর গতিবেগ হতে পারে।
গ্রাহকেরা Honda-র এই মডেলটিতে পেয়ে যাবেন তিনটি মোড। চালকরা সহজেই ইকন, স্ট্যান্ডার্ড এবং স্পোর্টের মতো মোড পরিবর্তন করতে পারে। গাড়িটির বিস্তারিত তথ্য ড্যাশবোর্ডে থাকে৷ এছাড়াও এতে রয়েছে ৭-ইঞ্চি TFT ডিসপ্লে। এই ডিসপ্লেতেই দেখা যাবে সমস্ত মোড। Honda RoadSync Duo মডেল স্মার্টফোনের অ্যাপের সঙ্গে লিঙ্ক করা যায়৷ এটি নেভিগেশনে পর্যন্তও সাহায্য করবে। Honda Activa-e, গ্রাহকেরা পেয়ে যাবে পাঁচটি ভিন্ন রঙে। এতে রয়েছে H-Smart-Key সিস্টেম। এটি মডেলটি পার্ল সেরেনিটি ব্লু এবং ম্যাট ফগি সিলভার মেটালিকের মতো তিনটি ভিন্ন রঙের পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: বৈদ্যুতিক গাড়ির বাজারে দুর্দান্ত চমক স্কোডার, আনছে অত্যাধুনিক ফিচারযুক্ত SUV গাড়ি
Honda QC 1
Honda QC-তে ব্যবহার করা হয়েছে ১.৫ kWh এর একটি ব্যাটারি, যা সম্পূর্ণ চার্জে ৮০ কিলোমিটার মাইলেজ দেয়। স্কুটারে (Electric Two-Wheelers) ইনস্টল করা ইন-হুইল মোটর সর্বোচ্চ ২.৪bhp শক্তি উৎপন্ন করে৷ প্রতি ঘন্টায় এই স্কুটারটি যেতে পারে ৫০ কিলোমিটার পর্যন্ত। এখানে ব্যাটারি পরিবর্তন করার কোন অপশন নেই। QC1 মডেলটিতে ৫-ইঞ্চি LCD ডিসপ্লে, USB Type-C চার্জিং পোর্ট এবং ২৬ লিটার আন্ডার-সিট স্টোরেজ রয়েছে। ব্যাটারি হোম চার্জার ব্যবহার করে খুব সহজেই ৪ ঘণ্টা ৩০ মিনিটে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা যায়। Honda Activa-e-এর মতো Honda QC1 গ্রাহকেরা পাঁচটি আলাদা আলাদা রঙে পেয়ে যাবে। দুটি স্কুটারেই ব্যবহার করা হয়েছে শক্তিশালী হার্ডওয়্যার। যার মধ্যে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং অ্যাডজাস্টেবল রিয়ার সাসপেনশন।
দুটি ইলেকট্রনিক্স স্কুটারের (Electric Two-Wheelers) মধ্যে তারতম করলে Activa-e একটি ফ্রন্ট ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। অন্যদিকে QC1 এর দু’টি চাকাতেই ড্রাম ব্রেক রয়েছে। কোম্পানি এই মডেলের স্কুটারগুলোতে ৩ বছর/৫০,০০০ কিলোমিটার ওয়ারেন্টি, তিনটি বিনামূল্যে সার্ভিসিং-এর সুযোগ দিচ্ছে৷ এই মডেলগুলি কর্ণাটকের হোন্ডার নারসাপুর প্ল্যান্টে তৈরি করা হয়েছে৷