১০ দিন নিখোঁজ থাকার পর বীরভূমের দুই যুবকের মৃতদেহ উদ্ধার ডানকুনিতে

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের ইলামবাজার থানার অন্তর্গত ইলামবাজারের দুই যুবক কলকাতা দোকানের মাল আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় গত সপ্তাহের মঙ্গলবার। ঘটনার পর থেকেই তাঁদের কোনো রকম খোঁজ মিলছিল না। এরপর বৃহস্পতিবার জানা যায় ওই দুই যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে একটি খাল থেকে। ঘটনার পর থেকেই রহস্য দানা বাঁধতে শুরু করেছে। পরিবারের সদস্যরা ঘটনার পরিপ্রেক্ষিতে খুনের অভিযোগ তুলছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর পঁচিশের মৃত যুবক শামিম খান এবং তাদের ইলামবাজারে একটি বেকারির ব্যবসা রয়েছে। যে ব্যবসার দেখভাল করেন তার দাদা এবং অন্যান্যরা। শামিম খান এই বেকারির জিনিসপত্র নিয়ে আসেন কলকাতা থেকে। সেইমতো গত সপ্তাহের মঙ্গলবার গাড়ির চালক বছর বাইশের বরুণ মুর্মুকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। তারা বেকারির এই জিনিসপত্র আনার জন্য ডানকুনি থেকে গাইড সংগ্রহ করেন এবং তাকে সাথে নিয়ে বিভিন্ন কারখানা থেকে জিনিসপত্র সংগ্রহ করা হয়। মঙ্গলবার কলকাতা যাওয়ার পথে হঠাৎ তারা নিখোঁজ হয়ে যান। তাদের গাড়িটি একটি হোটেলের সামনে থেকে উদ্ধার হয়।

ঘটনার পর থেকেই তাদের কোনো খোঁজ না মেলায় জামালপুর থানার পুলিশ ওই দুই যুবককে খুঁজতে তদন্ত শুরু করে। তবে শেষ অবধি বৃহস্পতিবার জানা যায় ডানকুনির একটি খাল থেকে ওই দুই যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর এই খবর পরিবারের সদস্যদের কাছে আসতেই ইলামবাজার শহরজুড়ে শোকের ছায়া নেমে আসে।

ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের সদস্যরা ওই দুই যুবককে খুন করে খালে ফেলে দেওয়ার অভিযোগ তুলেছেন। স্থানীয় বাসিন্দারা অনুমান করছেন, টাকা-পয়সা হাতিয়ে নেওয়া সংক্রান্ত কোন ঘটনা অথবা গাইড সংক্রান্ত কোন বাদানুবাদের জেরেই এমন ঘটনা ঘটে থাকতে পারে। যদিও এই ঘটনার পিছনে কি লুকিয়ে রয়েছে তা এখনো স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।