ক্যাচ মিস করলেন ফিল্ডার, আবেগে মাথার চাপড়ে হাসির খোরাক আম্পায়ার

নিজস্ব প্রতিবেদন : ক্রিকেট কেবলমাত্র একটি খেলা নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ। যে কারণে মাঠে যারা খেলা করেন অথবা খেলা পরিচালনা করেন, তাদের থেকেও বেশি আবেগে ভাসছে লক্ষ্য করা যায় দর্শকদের। যার জন্য মাঠে অথবা টিভির সামনে বসে থাকা দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনা লক্ষ্য করা যায়।

খেলার মাঠে আবেগ প্রবেশ করার ক্ষেত্রে খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে আলাদা স্বাধীনতা থাকলেও যারা খেলা পরিচালনা করেন তাদের সেই স্বাধীনতা নেই। কারণ তাদের নিরপেক্ষভাবে খেলা সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব থাকে। কিন্তু তাহলেও তো তারা মানুষ। যে কারণে কখনও কখনও তাদের মধ্যেও আবেগ ফুটে ওঠে। যেমনটা হয়েছে এক আম্পায়ারের ক্ষেত্রে।

খেলার মাঠে খেলা পরিচালনা করার সময় এমন আম্পায়ারের আবেগপ্রবণ হওয়ার ঘটনাটি ঘটেছে বিদেশের মাটিতে একটি খেলায়। সেখানে তিনি তার আবেগ বহিঃপ্রকাশ করে ফেলেন। যদিও পরমুহূর্তেই আবার তা সামলে নেন। কিন্তু সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় একবার আপলোড হতেই ভাইরাল হয় এবং ওই আম্পায়ার হাসির খোরাক হয়ে উঠেছেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, একটি ম্যাচ চলাকালীন স্লিপে একটি ক্যাচ যায়। সেই সময় সেই ক্যাচটি মিস করেন ফিল্ডার। সহজ সেই ক্যাচ মিস দেখে আর আবেগে থাকতে পারেননি আম্পায়ার। তিনি রীতিমতো মাথা চাপড়ান। তবে পরমুহুর্তেই তিনি তার নিজের আবেগকে সামলে নিয়ে খেলা পরিচালনা করতে শুরু করেন।

সহজ ক্যাচ মিস দেখে ওই আম্পায়ার আবেগে পড়ে মাথা চাপড়ে নেন। পরে আবার তার সামনে নিজের দায়িত্ব পালন করতে থাকেন। কিন্তু সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হলে তা সোশ্যাল মিডিয়ার দর্শকদের কাছে হাসির খোরাক হয় এবং মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।