Birbhum: পরীক্ষা বাতিল! কুয়ে নদীর জলে স্থগিত স্কুলের ইউনিট টেস্ট, কোন স্কুলের এমন পদক্ষেপ

Birbhum: চলতি বছর টানা বৃষ্টির মুখোমুখি রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বীরভূম। বৃষ্টির পরিমাণ এতটাই বেড়েছে যে দিকে দিকে এখন নদনদী থেকে শুরু করে জলাধারগুলির জলের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে যে জলাধারগুলিতে জল ধরে রাখাও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। যে কারণে অতিরিক্ত জল ছাড়ার কাজ চালাচ্ছে বিভিন্ন জলাধার। আর এর ফলেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়।

আরও পড়ুন: হাঁটুর উপর কনের বেনারসি, বরের ধুতি! আজব বিয়ের সাক্ষ্মী থাকল বীরভূম, স্মৃতি হয়ে থাকবে জানালেন বর-কনে

লাগাতার টানা বৃষ্টির জেরে অন্যান্য বিভিন্ন নদনদীর পাশাপাশি জল বেড়েছে কুয়ে নদীতে। বিপদ সীমার উপর দিয়ে বইছে কুয়ে নদীর জল। কুয়ে নদীর জল বাড়ায় লাভপুর ব্লকের (Birbhum) ঠিবা অঞ্চলের কান্দরকুলো, হরিপুর, জয়চন্দ্রপুর, শীতল গ্রাম, বলরামপুর সহ একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। জলমগ্ন হওয়ায় যাতায়াত বন্ধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

স্বাভাবিকভাবেই কুয়ে নদীর জল বাড়ায় বীরভূমের (Birbhum) কুরুন্নাহার উচ্চ বিদ্যালয়ের ইউনিট টেস্ট পরীক্ষা বাতিল করা হয়েছে। পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ইউনিট টেস্ট পরীক্ষা চলছিল। কুয়ে নদীর জল বেড়ে যাওয়ায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের যাওয়া-আসা বিপদজনক হয়ে পড়েছে। যেকোনো সময় বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে। সেই দিক টাকে মাথায় রেখেই বিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।