আলম বাবার মেলার পর দিনই অঘটন, উদ্ধার এক যুবতীর মৃতদেহ

লাল্টু: শুক্রবার বীরভূমের দুবরাজপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের শতাব্দী প্রাচীন আলম বাবার উরস উৎসব হয়। যেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে দূর দূরান্ত থেকে বহু মানুষের আগমন দেখা যায়। তবে এই মেলার পর দিনই একটি অঘটন সামনে এলো।

শনিবার সকালবেলায় নির্জন এলাকায় ২৫ থেকে ৩০ বছর বয়সী এক যুবতীর মৃতদেহ উদ্ধার হয় সদাইপুর থানা এলাকার নির্জন জঙ্গলে। ওই যুবতী মৃতদেহ লক্ষ্য করা যায় বক্রেশ্বর নীল নির্জন জলাধার থেকে রাজগঞ্জ কর্মকাল যাওয়ার রাস্তায় রাধা মাধবপুর গ্রামের কাছে থাকা জঙ্গলে। ওই মৃত যুবতীর গলায় ওড়নার ফাঁস লাগানো ছিল বলে দাবি করছেন স্থানীয়রা। এছাড়াও চটি, রুমাল ও জলের বোতল পড়েছিল ঠিক পাশেই। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

সদাইপুর থানার পুলিশ নির্জন এলাকায় যুবতীর মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে যান এবং সেই মৃতদেহ উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠান ময়নাতদন্তের জন্য। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

তবে ওই যুবতীর নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। মেলায় আসা কারো সঙ্গে এমন ঘটনা ঘটলো কিনা সেই বিষয়টিও পুলিশ দেখছে।