Veterinary Medical College: অসুস্থ পশু পাখিদের চিকিৎসা এবার বীরভূমেই, তৈরি হবে বিরাট ভেটেনারি মেডিকেল কলেজ

Veterinary Medical College: মানুষের চিকিৎসার জন্য যেমন হাসপাতাল মেডিকেল কলেজ প্রয়োজন ঠিক সেই রকমই পশুপাখিদের চিকিৎসার জন্যও হাসপাতাল, মেডিকেল কলেজ প্রয়োজন। এই কথা মাথায় রেখেই এবার বীরভূমে একটি বিরাট ভেটেনারি মেডিকেল কলেজ তৈরি হতে চলেছে। এমনটাই জানালেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয় পিঠ। তার উদ্যোগ এবং রাজ্য সরকারের সহযোগিতায় পশুপাখিদের চিকিৎসায় আধুনিক পরিসেবা প্রদানের জন্য এমন একটি মেডিকেল কলেজের পথচলা খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে বোলপুরের ছোট শিমুলিয়া অঞ্চলে।

জেলায় এই নতুন ভেটেনারি মেডিকেল কলেজের (Veterinary Medical College) পথচলা শুরু হলে একাধিক দিগন্ত খুলে যাবে। যারা পশু পালনের সঙ্গে যুক্ত তাদের চিকিৎসা নিয়ে চিন্তা অনেকটাই দূর হবে, বাড়বে তাদের রোজগার। একইসঙ্গে জেলায় ভেটেনারি মেডিকেল কলেজের পথচলা শুরু হলে কর্মসংস্থানের ও সুযোগ বৃদ্ধি পাবে।

নতুন যে ভেটেনারি মেডিকেল কলেজের (Veterinary Medical College) উদ্বোধনের কাজ এগিয়ে চলেছে সেখানে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা উন্নত সরঞ্জাম এবং দক্ষ- চিকিৎসক দলের পরিষেবা পাওয়া যাবে বলেই জানা যাচ্ছে। নতুন এই ভেটেনারি মেডিকেল কলেজের নাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত কবিগুরু ভেটেনারি একাডেমী রাখা হবে বলেই জানা যাচ্ছে।