জেগে ওঠা আগ্নেয়গিরি মাউন্ট মেরাপির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

নিজস্ব প্রতিবেদন : আগ্নেয়গিরির অগ্নুৎপাতের থেকে ভয়াবহ আর কিছু নেই। দীর্ঘদিন ঘুমিয়ে থাকতে থাকতে হঠাৎ একদিন জেগে ওঠে। মুখ দিয়ে বের হতে থাকে আগুন সম ছাই, গ্যাস। আর মুহূর্তের মধ্যে আশেপাশের এলাকাকে ধ্বংস করে দেয়।

গতকাল আবারও জেগে উঠলো ইন্দোনেশিয়ার অন্যতম আগ্নেয়গিরি মাউন্ট মেরাপি। গত আগস্ট মাসের পর এই জুনের ২১ তারিখ আবারও তার মুখ থেকে উদগীরণ শুরু হলো। এই উদগীরণের ফলে প্রবলবেগে ছাই ও গ্যাস ছড়িয়ে পড়ছে। এই অগ্নুৎপাত থেকে বাঁচাতে আগ্নেয়গিরির আশেপাশের তিন কিলোমিটারের মধ্যে থাকা বাসিন্দাদের দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ২০১০ সালে এই আগ্নেয়গিরি ভয়াবহ রূপ ধারণ করেছিল। সেবার অগ্ন্যুৎপাতের ফলে ৩৫৩ জনের মৃত্যু হয়।

ইন্দোনেশিয়া স্বভাবতই অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প প্রবণ অঞ্চল। প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ারে’ এই আগ্নেয়গিরি অবস্থিত বলেই বেশি অগ্ন্যুৎপাত ঘটে থাকে।

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে এই আগ্নেয়গিরি অবস্থিত। এই আগ্নেয়গিরির উচ্চতা ২৯৬৮ মিটার। এই পার্বত্য অঞ্চলে ৫০০টিরও বেশি আগ্নেয়গিরি রয়েছে। সংবাদ সংস্থা থেকে পাওয়া খবর অনুযায়ী, এই আগ্নেয়গিরি থেকে ছাই বেরিয়ে প্রায় ৬ কিলোমিটার পর্যন্ত উপরে উঠে গেছে। এই গরম ছাই গ্যাসের ফলে যাতে নিকটবর্তী বাসিন্দারা ক্ষতিগ্রস্ত না হন তার জন্য আগ্নেয়গিরির আশেপাশে থাকা বাসিন্দাদের তিন কিলোমিটার দূরে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রশাসন। পাশাপাশি এই আগ্নেয়গিরির জেগে ওঠার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।