Ration Black-marketing: গরিবের রেশন নিয়ে কালোবাজারি! এমন শাস্তি দিলেন গ্রামবাসীরা ভোলার নয়

Prosun Kanti Das

Published on:

The villagers gave severe punishment to the dealer for black-marketing the ration: বাস্তব নয় যেন মনে হবে সিনেমাটিক কান্ড। গ্রামবাসীদের রোষে (Ration Black-marketing) পড়ে চরম শাস্তি পিডিএস মহিলার। যা আজীবন মনে থাকার মত। কেন মহিলার ওপর চড়াও গ্রামবাসীরা? কি এমন করেছেন তিনি? তাকে কি শাস্তি বা দিয়েছে গ্রামবাসীরা?

ঘটনার কেন্দ্রস্থল ঝাড়খণ্ডের দুমকা জেলার গোপীকান্দার ব্লকের ওডমো পঞ্চায়েতে। ঘটনার উৎস রেশনে কালোবাজারি। গ্রামবাসীদের অভিযোগ কেতোপোকা, তালখোদা, মধুবন এবং ধোবাচাপার গ্রামের বাসিন্দাদের রেশন নিয়ে চলছে কালোবাজারি। কয়েক মাস ধরেই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে স্লিপ বার করে দিলেও ঠিকঠাক সরবরাহ করছে না সামগ্রী। ডিলারের বাড়িতে রেশন থাকা সত্ত্বেও রেশন সামগ্রী (Ration Black-marketing) না থাকার দাবী জানাচ্ছেন তিনি। যার কারণে কয়েক মাস বকেয়া পড়ে যাচ্ছে সুবিধাভোগীদের রেশন। আর সেই চুরি ধরা পড়তেই ক্ষোভে ফেটে পড়েছে গ্রামবাসী। চড়া হয়েছে মহিলার ওপর।

সূত্রের খবর, এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের একটি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের দায়িত্বে থাকা মহিলার ওপর। যার নাম সুমরী মহারানি। যিনি গত চার মাস ধরে গ্রামবাসীদের ঠিকঠাক রেশন বিতরণ করেনি। এইভাবে বেশ কয়েক মাসের আঙ্গুলের ছাপ দিয়ে রেশনে স্লিপ বের করে দিলেও রেশন (Ration Black-marketing) বাকি পড়ে যায় সুবিধাভোগীদের। এমন অনেক সুবিধাভোগীদের কাছেই বকেয়া রয়েছে চার-পাঁচটি স্লিপ। এমনকি সোমবার যখন গ্রাহকদের স্লিপ নিয়ে রেশন দেওয়া ছিল সেই সময় বকেয়া রেশনের দাবি তুলতে গ্রাহকদের তা দিতে প্রত্যাখ্যান করেন সুমরী মহারানি।

আরও পড়ুন 👉 Ration in July: জুলাই মাসে কোন রেশন কার্ডে মিলবে কত পরিমাণ চাল-গম! ঠকতে যেন না হয়, দেখে নিন তালিকা

সেই মুহূর্তে স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত হয়ে ডিলারের উপর চড়াও হয়ে ওঠে গ্রামবাসী। আর তারপরেই অন্যায়ের প্রতিবাদে গর্জে ওঠে গ্রামবাসীরা। একজোট হয়ে বিক্ষোভ করে চপ্পলের মালা পরিয়ে ডিলার সুমরী মহারানিকে মধুপুর গ্রাম থেকে দুর্গাপুর গ্রাম পর্যন্ত হাঁটিয়েছিলেন তারা। শুধু তাই না, রাস্তা অবরোধ করে বিক্ষোভও করেন গ্রামবাসীরা। এই অবস্থায় পুলিশি কর্মকর্তারা এসে তাদের রেশন দেওয়ার আশ্বাস দিয়ে বিক্ষোভ বন্ধ করে।

গ্রামবাসীদের অভিযোগ, এই ধরনের কালোবাজারি (Ration Black-marketing) এই প্রথম নয়। পূর্বেও রেশন না দেওয়ার অভিযোগে ডিলারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। বিডিও তরফে সেই বিষয়ে তদন্তের আশ্বাস দিল মহিলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার বাড়িতে রেশন সামগ্রী বিতরণের জন্য চাল দেখা গেলেও পরদিন সেখানে আর সেই চাল দেখা যায়নি। সে কারণেই চরম শাস্তি মহিলার। তবে স্থানীয় ব্লকের বিডিও গৌতম মোদী বলেছেন, প্রাথমিক তদন্ত স্বরূপ মে মাসে ডিলার ৬০ শতাংশ এবং জুন মাসে ৭% খাদ্য বিতরণ করেছেন। তবে বিডিয়োদের ২৫ শে জুনের মধ্যে সমস্ত রেশন সামগ্রী বিতরণ সেরে ফেলার নির্দেশ দিয়েছেন জেলা সরবরাহ অধিকারী বিশাল কুমার।