শিল্পপতি, জনপ্রিয় তারকা ও নেতা মন্ত্রীদের বিয়েতে জাঁকজমক কিছু কম হয় না এদেশে। বহুবারই সেই এলাহী আয়োজনের টিভির পর্দার দর্শক হিসেবে সাক্ষী থাকেন সাধারণ মানুষ। এবারও তেমন এক বিরাট আয়োজনের সাক্ষী থাকল গোটা দেশের মানুষ। গত শুক্রবার দিল্লির কাপুরথালা হাউসে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মেয়ে হর্ষিতার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হল। হর্ষিতার তার কলেজের বান্ধব সম্ভব জৈনের সঙ্গে সাত পাক ঘুরলেন সেদিন। তাদের বিয়েতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ও দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বর উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ের বিয়ে, তাতে রাজকীয় ব্যবস্থাপনা যে থাকবে তা সকলেরই জানা তবে বিয়েতে সবচেয়ে আকর্ষণের জায়গা ছিল পানের কাউন্টারটি। চোখ সরানো যাচ্ছিলো না সেটি থেকে। আগত অতিথিদের জন্য রাখা হয়েছিল সোনার পাতায় মোড়ানো পানের। দিল্লির নামকরা ‘ইয়ামুস পঞ্চায়েত’ এই ব্যয়বহুল পান স্টলটি আয়োজনের দায়িত্বে ছিল। যেখানে প্রায় ১৫০ রকমের বিচিত্র পান দেখে চোখ ধাঁধিয়ে যাওয়ার অবস্থা হয়েছিল।
আরও পড়ুন: মেডিকেল সাইন্স নিয়ে পড়াশোনার ইচ্ছে মাধ্যমিকে অষ্টম বোলপুরের শ্রীজয়ীর
প্রসঙ্গত, ১৯৫০ সালে দিল্লির কনট প্লেসে তৈরি হয় এই ইয়ামুস পঞ্চায়েত নামক পান পার্লারটি যা দেশের প্রথম পান পার্লার বলেই জনপ্রিয়। এই পার্লারে এক একটা সোনার পাতার পানের দাম প্রায় ৬০০ টাকা। এই পানে এত রকমের উপকরণ দেওয়া হয় তা শুনলে চোখ ছানাবড়া হয়ে যাবে। এই পান রাফায়েলো চকোলেট, গুলকন্দ, মৌরি, নারকেলের কুচি, খেজুর, লবঙ্গ, মিষ্টি চাটনি এবং চেরি দিয়ে পরিবেশন করা হয়। যদিও শুধু দামী সোনার পানই নয় এখানে স্ট্রবেরি পান, ফাইভ স্টার পান, হোয়াইট চকলেট গুন্ডি পান, কিটক্যাট পান এবং ফায়ার পানের স্বাদও উপভোগ করতে পারবেন।
সোনায় মোড়া পান এই বিয়ের মূল আকর্ষণ থাকলেও বিয়ের খাবারের মেনুও সেজে উঠেছিল রকমারি পদের সম্ভারে কারি, রুটি, ভাত আরও অনেক কিছু ছিল মেনুতে। আবার বিয়ের এই অনুষ্ঠানে বিশেষ নজর কেটেছে বলিউড গায়ক মিকা সিং-এর পারফরম্যান্স এবং কেজরিওয়াল এবং স্ত্রী সুনিতার কাপল ডান্স। আবার অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ ছিল পুষ্পা ২ সিনেমার ‘অঙ্গারোঁ সা’ গানের তালে কেজরিওয়াল ও তাঁর স্ত্রী নাচ যা ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।