বাঁদরের আজব কীর্তি, মানুষের মত মোবাইল স্ক্রল করে দেখছে একের পর এক রিলস

নিজস্ব প্রতিবেদন : মানুষের হাতে হাতে এখন স্মার্টফোন, ইন্টারনেট পৌঁছে যাওয়ার কারণে নানান মজার মজার ভিডিও দেখতে পাওয়া যায়। আর এই মজার মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করার ক্ষেত্রে সবার প্রথমে যার নাম আসে তিনি হলেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra)। হামেশাই তাকে নানান ধরনের মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে দেখা যায় এবং সেগুলি নিমেষে ভাইরালও হয়।

শিল্পপতি আনন্দ মহিন্দ্রা সম্প্রতি সেই রকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন যেটি দেখে রীতিমত অবাক হতে হচ্ছে। আসলে এই ভিডিওটি একটি বাঁদরের (Monkey Viral Video) আজব কীর্তির ভিডিও। যে ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বাঁদর মানুষের মতোই মোবাইলের স্ক্রিন স্ক্রল করে একের পর এক ভিডিও দেখছে।

বর্তমান সময়ে যেমন মানুষ হাতে মোবাইল পেয়ে অধিকাংশ সময় মোবাইলে মুখ গুঁজে কাটিয়ে দিচ্ছেন, ঠিক সেই রকমই যেন এই বাঁদরটিও মোবাইলে অভ্যস্ত হয়ে পড়েছে। সেই বিষয়টিকেই শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন। এমনিতে বাঁদরের বুদ্ধি মানুষের থেকে কম নয়, তবে তারাও যে মানুষের মতো স্মার্টফোন লোভী হয়ে যাবে তা এই ভিডিওটি না দেখলে বিশ্বাস হবে না।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বাঁদরটি একটি বিছানার উপর বসে রয়েছে আর মোবাইল নিয়ে রিলস ভিডিও দেখছে। বাঁদরটির পাশে এক ভদ্রমহিলা শুয়ে রয়েছেন। ভিডিওটি দেখে স্পষ্ট বাঁদরটি ওই বাড়ির পোষ্য। আর এসব দেখে আনন্দ মহিন্দ্রা ভিডিওটি শেয়ার করার সময় লিখেছেন, ‘এই বেচারাকে কেউ মনুষ্যত্বের হাত থেকে বাঁচাও’।

আসলে আনন্দ মাহিন্দ্রা ভিডিওটি শেয়ার করার পাশাপাশি এই ধরনের ক্যাপশন দেওয়ার পিছনে রয়েছে, স্মার্টফোনের কারণে মানুষের মনুষ্যত্ব হারানো। কারণ এখন স্মার্টফোনের দৌলতে অধিকাংশ মানুষ একে অপরের সঙ্গে মেলামেশা বন্ধ করে দিয়েছেন। এমনকি উৎসব পার্বণে আগে যেখানে একে অপরের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বার্তা দেওয়ার রীতি ছিল তাও হারিয়েছে। তবে সে যাই হোক সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ এই ভিডিওতে মজেছেন।