Viral Video of Police: খাঁকি ইউনিফর্মে ঝাঁঝালো বোলিং! মিডিল উইকেট ঝড়ালেন পুলিশ অফিসার

The police officer caused a storm by bowling in uniform: প্রত্যেক মানুষের মধ্যে কিছু সুপ্ত প্রতিভা থাকে, যাকে চিনে নিতে লাগে জহুরীর চোখ। এই কাজটি খুবই দক্ষতার সাথে করে আসছে মুম্বাই ইন্ডিয়ান্স। তরুণ প্রজন্মের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে খুঁজে বের করাই তার একমাত্র লক্ষ্য। যাদের মধ্যে ক্রিকেট খেলার অদম্য ইচ্ছা এবং দক্ষতা রয়েছে তাদের জন্য সুযোগ করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। এই ব্যাপারে মুম্বাই ফ্র্যাঞ্চাইজির সত্যিই জুড়ি মেলা ভার। আজকের প্রতিবেদনে আলোচনা করা হবে এমনই এক প্রতিভার সম্পর্কে যার ভিডিও মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছে গোটা নেট দুনিয়াতে (Viral Video of Police)।

ভারতীয় ক্রিকেট দলে এমন বহু ক্রিকেটার রয়েছেন যারা মুম্বইয়ের জার্সিতে আইপিএল খেলে বর্তমানে জাতীয় দলের হয়ে খেলছেন। ইশান কিষাণ থেকে শুরু করে তিলক বর্মা পর্যন্ত দক্ষ ক্রিকেটারের সংখ্যা নেহাতই কম নয়। সম্প্রতি মুম্বাই ইন্ডিয়ান্স এমন এক প্রতিভাকে সবার সামনে এনেছে যা আশ্চর্য করে দেবে ক্রিকেটপ্রেমীদের। সোশ্যাল মিডিয়াতে মুম্বই ইন্ডিয়ান্সের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয় (Viral Video of Police)। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে একটি স্থানীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নেট প্র্যাক্টিস করছেন কয়েকজন মিলে। চমক এখানেই শেষ নয়। আসলে যিনি বোলিং করছিলেন, তিনি পেশায় একজন পুলিশ অফিসার।

নেটে বোলিং করতে দেখা যায় এক পুলিশ আধিকারিককে। যিনি ইউনিফর্ম পরেই তার দক্ষতার পরিচয় দিয়েছেন। এমনকি তার পরনে ছিল না কোনরকম খেলার জার্সি-ট্রাউজার এবং খেলার জুতো পর্যন্ত। নিজস্ব ইউনিফর্মে সেই পুলিশ কর্মী একেবারে আগুন লাগিয়ে দেয় তার বোলিং স্টাইলে। তাঁর পেস বোলিংয়ে ছিটকে যায় ব্যাটারের মিডল স্টাম্প। সেই ভিডিওই নিমেষে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে (Viral Video of Police)।

পুলিশ কর্মীর এইরকম প্রতিভা দেখে স্বাভাবিকভাবেই মুগ্ধ হয়েছেন গোটা নেট দুনিয়া। এছাড়া পুলিশ কর্মির অনবদ্য বোলিং অ্যাকশনে মজে রয়েছে ক্রিকেটপ্রেমীরা। বহু বিশেষজ্ঞরা অবশ্য প্রশ্ন তুলেছেন ব্যাটারের টেকনিক নিয়ে। কিন্তু একটি বিষয় নিয়ে সকলে একমত যে, সংশ্লিষ্ট পুলিশ অফিসারের ক্রিকেট প্রতিভা সত্যিই প্রশংসনীয়।

এমনকি আশ্চর্যজনক বিষয় হলো, মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে ভিডিয়োটির (Viral Video of Police) একটি অনবদ্য ক্যাপশন দেওয়া হয়েছে। সেটি হলো, সাধারণত ১০০ ডায়াল করে অভিযোগ জানানো হয়ে থাকে। কিন্তু এখানে ডায়াল করে প্রথমেই বলা হয়, হ্যালো ১০০, আমরা আগুনের গতিতে একটি অভিযোগ দায়ের করতে চাই।