ভেঙে গেল শচীনের রেকর্ড, বিশ্বের দ্রুততম ১২০০০ রানের অধিকারী হলেন কোহলি

নিজস্ব প্রতিবেদন : ভারত অস্ট্রেলিয়ার একদিবসীয় সিরিজের তৃতীয় ম্যাচে বুধবার বিরাট রেকর্ড গড়লেন কোহলি। লিটল মাস্টার শচীনের রেকর্ড ভেঙ্গে বিশ্বের দ্রুততম ১২০০০ রানের অধিকারী হলেন তিনি। ব্যাট হাতে নেমে ২৩ রান নিজের ঝুলিতে আনার সাথে সাথেই এই মাইলস্টোন ছুঁলেন কোহলি।

বিরাট কোহলি ক্রিকেট বিশ্বে এই নজির সৃষ্টি করলেন মাত্র ২৫১টি একদিবসীয় ম্যাচে ২৪২টি ইনিংস খেলে। এর আগে এই রেকর্ড তৈরি করতে শচীন খেলেছিলেন ৩০৯টি এক দিবসীয় ম্যাচে ৩০০টি ইনিংস। আর তারপর থেকে এযাবৎ কিংবদন্তি শচীনের ঝুলিতেই ছিল এই রেকর্ড। তবে এদিন শচীনের থেকে ৫৮টি ইনিংস কম খেলেই এই মাইলস্টোন ছুঁয়ে ফেললেন কোহলি।

এদিনের নিয়ম রক্ষার ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত প্রথমে ব্যাট করতে নেমে মোট ৩০২ রান সংগ্রহ করে। আর এই রানের মধ্যে অধিনায়ক বিরাট কোহলির সংগ্রহ ৭৮ বলে ৬৩। কোহলির এই ইনিংসে রয়েছে মোট ৫টি বাউন্ডারি। অন্যদিকে এই ম্যাচে নজরকাড়া ইনিংস লক্ষ্য করা যায় হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। হার্দিক পান্ডিয়া ৭৬ বলে ৯২ রানে নট আউট থাকেন, রবীন্দ্র জাদেজা ৫০ বলে ৬৬ রান করে নট আউট।

ভারতের ৩০২ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ২৮৯ রানে। ভারত ১৩ রানে জয়লাভ করে। তবে এই দিনের ম্যাচে ভারত জয়লাভ করলেও ইতিমধ্যেই ইনিংস হাতছাড়া হয়েছে প্রথম দুটি ম্যাচে হারার ফলে। তবে তৃতীয় ম্যাচে জয়লাভের কারণে লজ্জার ইনিংস হারের তকমা থেকে রক্ষা পেল ভারত।