সামনে পিছনে আর কেউ নেই, এক ম্যাচেই সচিনের দুটি রেকর্ড ভেঙ্গে দিলেন কোহলি

নিজস্ব প্রতিবেদন : বিশ্বে যে সকল ব্যাটসম্যানরা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন বিরাট কোহলি (Virat Kohli)। দিনের পর দিন যেভাবে তিনি ভারতীয় ক্রিকেট দলকে নিজের পারফরমেন্স উপহার দিয়েছেন তা একেবারেই নজিরবিহীন। বহু ম্যাচ রয়েছে যেগুলি বিরাট কোহলির ব্যাটিংয়ের উপর ভর করেই জয় হাসিল করেছে ভারতীয় দল। ঠিক যেমনটা দেখা গেল গত রবিবার ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে।

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলায় অস্ট্রেলিয়া ১৯৯ রানে শেষ হয়ে গেলেও ভারত ব্যাট করতে নেমেই বিপর্যয়ের মুখে পড়ে। মাত্র ২ রানে ৩ উইকেট হারানোর পর ২০০ রান তাড়া করা ভারতের কাছে রীতিমতো চ্যালেঞ্জিং ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। তবে এই ম্যাচে শেষ পর্যন্ত ভারতই জয়লাভ করে, আর সেই জয়লাভ আসে মূলত বিরাট কোহলি এবং কেএল রাহুলের ব্যাটিংয়ের দাপটে। এই ম্যাচে বিরাট কোহলি ৮৫ রানে আউট হন এবং কেএল রাহুল ৯৭ রানে অপরাজিত থাকেন।

তবে উল্লেখযোগ্য বিষয় হল ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর প্রথম ম্যাচেই বিরাট কোহলি শচীন টেন্ডুলকারের দুটি রেকর্ড ভেঙে দিলেন। শুধু শচীন টেন্ডুলকারের দুটি রেকর্ড ভেঙে দেওয়া নয়, এর পাশাপাশি এখন এই দুটি ক্ষেত্রে তিনি রাজা। কেননা তার আগে আর কেউ নেই, আবার পিছনের দিকে তাকালে দেখা যাবে যারা রয়েছেন তাদের হাতে বিরাট কোহলির গড়া রেকর্ড ভাঙার সুযোগ অনেক কম। কেননা পিছনে থাকা অধিকাংশ খেলোয়াড়ই এখন অবসর নিয়ে নিয়েছেন।

রবিবারের ম্যাচে বিরাট কোহলির ৮৫ রানের দৌলতে দ্বিতীয় ইনিংস অর্থাৎ রান তারা করতে নেমে তার মোট সংগৃহীত রানের সংখ্যা দাঁড়ালো ৫৫১৭। এটিই হল রান তাড়া করতে নেমে বিশ্বের সবচেয়ে বেশি রান। এর আগে এই তালিকায় প্রথম ছিলেন শচীন টেন্ডুলকার এবং তার সংগ্রহ হয়েছিল ৫৪৯০। বিরাট প্রথম স্থানে আসার পর দ্বিতীয় স্থানে রয়েছেন শচীন এবং পরে যারা রয়েছেন তারা হলেন রিকি পন্টিং ৪১৮৬ রান, রোহিত শর্মা ৩৯৮৩ রান এবং জ্যাক কালিস ৩৯৫০ রান।

বিরাট কোহলি যেদিন দ্বিতীয় যে রেকর্ড তৈরি করেছেন সেটি হল ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ, টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন ভারতীয় হিসাবে সবচেয়ে বেশি রানের অধিকারী হলেন তিনি। এর আগে এই তালিকায় প্রথম যিনি ছিলেন তিনি হলেন শচীন টেন্ডুলকার। শচীন টেন্ডুলকারের রান ছিল ২৭১৯ এবং বিরাট কোহলির রান সংখ্যা দাঁড়ালো ২৭৮৫। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা ২৪২২, চতুর্থ স্থানে যুবরাজ সিং ১৭০৭, সৌরভ গঙ্গোপাধ্যায় ১৬৭১ এবং মহেন্দ্র সিং ধোনি ১৪৯২।