‘মানিকে মাগে হিথে’ -র সুরে নতুন গান বিশ্বভারতীর পড়ুয়াদের, রইলো ভিডিও

নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি ডি সিলভার গাওয়া গান ‘মানিকে মাগে হিথে’ এতটাই জনপ্রিয়তা লাভ করেছে যে বিশ্বের বড় বড় সেলিব্রিটিরাও এই গান নিয়ে মজেছেন। আর এই গানের সুরেই এবার নতুন গান তৈরি করলেন বিশ্বভারতীর পড়ুয়ারা।

ইয়োহানি ডি সিলভার গাওয়া এই গান বর্তমানে ভারতের আসমুদ্র হিমাচল মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। গানটি সিংহলি ভাষায় হলেও, এর অর্থ সকলের জন্য বোধগম্য না হলেও গানের তাল ও সুর মন জয় করেছে সকলের। অনেকে আবার এই গানটিকে নিয়েই নিজেদের মতো গান তৈরি করছেন। সুর একই রেখে নতুন কথা জুড়ে নিজও নিজও ভাষায় এই গান গাইতে দেখা যাচ্ছে অনেককেই। আর এই সকল গানগুলিও ভাইরাল হয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়।

‘মানিকে মাগে হিথে’-র সুরে এমন নতুন গান গাওয়ার ধারাবাহিকতা এবার এসে পড়ল বিশ্বভারতীতে। যেখানে বিশ্বভারতীর একাধিক পড়ুয়াকে এই গানটির সুরে নতুন গান গাইতে লক্ষ্য করা গেল। বিশ্বভারতীর পড়ুয়াদের গানের সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পড়ুয়ারা এই গানটি গেয়েছেন মূলত তাদের ছাত্র আন্দোলনকে সামনে রেখে।

‘মানিকে মাগে হিথে’-র সুরে বিশ্বভারতীর পড়ুয়াদের এই গানটি গাওয়া হয়েছে ঠিক সেই মুহুর্তে যখন বিশ্বভারতীর বরখাস্ত হওয়া তিন পড়ুয়া ফাল্গুনী পান, রুপা চক্রবর্তী এবং সোমনাথ সৌ কলকাতা হাইকোর্টের নির্দেশে বরখাস্তের উপর স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে ক্লাসে ফেরার অনুমতি পেয়েছেন। স্বাভাবিকভাবেই এই গান ওতপ্রোতভাবে বিঁধেছে বিশ্বভারতীর উপাচার্যকে।

গানটি ফেসবুকে শেয়ার করা হয়েছে ‘আমরা সবুজ’ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে। গানটি শেয়ার করার সঙ্গে সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে “জনপ্রিয় -‘মানিকে ম্যাগে হিতে’ সুরে জনগণমন’র গান। প্রসঙ্গ -বিশ্বভারতীর ছাত্র-আন্দোলন”।