হাসিমুখে ফিরল শীত, রেকর্ড পতন তাপমাত্রার

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমী ঝঞ্ঝা কেটে সোমবারই রাজ্যজুড়ে লক্ষ্য করা গেল রোদ ঝলমলে দিন। মেঘ কেটে রোদ ঝলমলে দিনের পাশাপাশি হাসিমুখে ফিরল শীত। সোমবার রাজ্যে রেকর্ড পতন হয়েছে তাপমাত্রার। এই দিনটি জানুয়ারি মাসের শীতলতম দিন হিসাবে পরিগণিত হলো বলে জানিয়েছেন হওয়াবিদরা।

সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় কাকভোর থেকে কুয়াশার হালকা দাপট লক্ষ্য করা যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে রোদ ঝলমলে দিনের শুরু হয়। পশ্চিমী ঝঞ্ঝা কেটে রোদ ঝলমলে এই দিনের শুরুর সঙ্গে সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার পারদ কমার পাশাপাশি কমেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রার পারদও। জানুয়ারি মাসের মাঝামাঝি সময় ফের শীতের আমেজ ফিরে আসায় খুশি শীত প্রেমিরা।

সোমবার আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে জানানো হয়েছে, এদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩° কম। শীতের এই আমেজ আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজায় থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।

অন্যদিকে শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট পাওয়া গিয়েছে তা থেকে জানা যাচ্ছে, সোমবার ফের পশ্চিমাঞ্চলের জেলাগুলির মধ্যে বীরভূম এবং লাগোয়া জেলাগুলিতে দিনের সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রির নিচে। এদিন শ্রীনিকেতন হওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রী কম। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩° কম। চলতি সপ্তাহে এই শীতের আমেজ বজায় থাকবে বলেই পূর্বাভাস।

চলতি বছর পৌষ মাসে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবহাওয়ার খামখেয়ালীপনা লক্ষ্য করা গিয়েছে। জানুয়ারির শুরুতে তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকলেও তা বেড়ে যায়। তবে এবার নতুন করে তাপমাত্রার পারদ কমলেও এই শীত আর বেশিদিন স্থায়ী হবে না বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।