Contractual Staff of WB Govt: চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়িয়ে দিলেন মমতা, দেখে নিন এখন কে কত বেশি পাবেন

নিজস্ব প্রতিবেদন : ভোট আসা মানেই সাধারণ মানুষ থেকে শুরু করে চাকরিজীবী, চাকরিপ্রার্থী সবার কাছেই বাড়তি পাওনা হয়ে দাঁড়ায়। কেননা ভোটের আগে রাজ্য হোক অথবা কেন্দ্র, সরকারগুলির তরফ থেকে বিভিন্ন উপহার দেওয়া হয়। ঠিক সেই রকমই এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তাদের চুক্তিভিত্তিক কর্মীদের (Contractual Staff of WB Govt) বেতন বৃদ্ধি করা হলো।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এমনিতেই রাজ্যের সরকারি কর্মচারীদের সন্তুষ্ট করার জন্য মাত্র দেড় মাসের মধ্যে দু’বার DA বৃদ্ধি করেছে। প্রথমবার ডিসেম্বর মাসে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা হয় আর দ্বিতীয়বার ফেব্রুয়ারি মাসে। তবে কন্ট্রাক্টচ্যুয়াল অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এই প্রথম কোন ঘোষণা করা হলো। যদিও বেতন বৃদ্ধির এই ঘোষণা গত অন্তর্বর্তী বাজেটেই করা হয়েছিল।

রাজ্যের সমস্ত দপ্তরে যে সকল চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছেন তাদের বেতন বৃদ্ধির বিষয়ে শুক্রবার রাজ্য অর্থ দপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, আগামী ১ এপ্রিল থেকে রাজ্যের চুক্তিভিত্তিক গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মীরা তাদের বর্ধিত বেতন পাবেন। রাজ্য সরকারের তরফ থেকে এমন বিজ্ঞপ্তি জারি করে বর্ধিত বেতনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়ার ফলে খুশি চুক্তিভিত্তিক কর্মীদের একাংশ।

আরও পড়ুন 👉 DA West Bengal: DA নিয়ে ফের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য, এবার জানানো হলো গুরুত্বপূর্ণ এই তথ্য

রাজ্য সরকারের তরফ থেকে চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বার্ষিক ভাতা ৫০০ টাকা থেকে ১১০০ টাকা বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে এবং চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মীদের বার্ষিক ভাতা ৬০০ টাকা থেকে ১২০০ টাকা বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। কাজের মেয়াদ অনুযায়ী পাঁচটি ভাগে এই ভাতা বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে।

গ্রূপ ডি যে সকল যুক্তিভিত্তিক কর্মীদের বেতন ১৫ হাজার টাকা ছিল তারা ৫০০ টাকা বেশি পাবেন। পাঁচ বছর কর্মরত এবং যাদের বেতন ১৯ হাজার টাকা তারা ৬০০ টাকা বেশি পাবেন। ১০ বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ২৪ হাজার টাকা তারা ৭০০ টাকা বেশি পাবেন। ১৫ বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ২৯ হাজার টাকা তারা ৯০০ টাকা ভাতা বেশি পাবেন। ২০ বছরের বেশি কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ৩৭ হাজার টাকা তারা ১১০০ টাকা ভাতা বেশি পাবেন।

একইভাবে যারা গ্রুপ সি-তে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে রয়েছেন এবং যাদের বেতন ১৭ হাজার টাকা তারা ৬০০ টাকা ভাতা বেশি পাবেন। পাঁচ বছর কর্মরত এবং যাদের বেতন ২১ হাজার টাকা তারা ৭০০ টাকা বেশি পাবেন। ১০ বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ২৬ হাজার টাকা তারা ৮০০ টাকা বেশি পাবেন। ১৫ বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ৩২ হাজার টাকা তারা ১০০০ টাকা ভাতা বেশি পাবেন। ২০ বছরের বেশি কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ৩৯ হাজার টাকা তারা ১২০০ টাকা ভাতা বেশি পাবেন।