মাসে মিলবে ৫০০০ টাকা, দুঃস্থ পড়ুয়াদের জন্য নয়া উদ্যোগ রাজ্য সরকারের

নিজস্ব প্রতিবেদন : দুঃস্থ দরিদ্র পরিবারের বহু মেধাবী ছাত্র-ছাত্রী আর্থিকভাবে পিছিয়ে থাকার কারণে নিজেদের প্রতিষ্ঠিত করতে নানান ভাবে বাধার সম্মুখীন হন। এই সকল আর্থিক ভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের জন্য স্কলার্শিপ সহ নানান ব্যবস্থা রেখেছে সরকার। এরইমধ্যে রাজ্য সরকার নতুন দিশা দেখানোর উদ্যোগ নিল।

আর্নিং উইথ লার্নিং, এমন ব্যবস্থা চালু রয়েছে ইউরোপ সহ আমেরিকার মতো পাশ্চাত্যে। এবার এই ধরণেরই ব্যবস্থা রাজ্যে চালু করার বিষয়ে উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের স্নাতক পড়ুয়াদের জন্য এই ব্যবস্থা আনা হচ্ছে। সোমবার এই বিষয়ে রাজ্য মন্ত্রী সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পড়ুয়ারা কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালানোর সময় ইন্টার্ন করতে পারবেন।

এই উদ্যোগ মূলত রাজ্যের আর্থিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় নিজের ঘরে বসে এমনটাই জানিয়েছেন। রাজ্যের ব্লক এবং পঞ্চায়েত স্তরে কাজ করার জন্য তৈরি করা হবে ইন্টার্ন পদ। এইসকল ইন্টার্ন পদের ক্ষেত্রে আরও বেশ কিছু সুবিধা রাখার চিন্তাভাবনা রয়েছে রাজ্য সরকারের।

যে সকল পড়ুয়ারা এই ইন্টার্ন করার সুযোগ পাবেন তাদের মাসে ৫০০০ টাকা করে ভাতা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এছাড়াও ইন্টার্ন করার পর মিলবে শংসাপত্র। সেই শংসাপত্রের ভিত্তিতে পরবর্তীকালে স্থায়ীকরণের বিষয়ে চিন্তা-ভাবনা করবে রাজ্য সরকার। এছাড়াও কাজের উৎকর্ষ খতিয়ে দেখে ইন্টার্নশিপের মেয়াদ বাড়ানো হতে পারে।

কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে এই ইন্টার্ন হিসাবে প্রতি বছর ৬ হাজার পড়ুয়াকে নিয়োগ করা হবে। উচ্চ শিক্ষা দপ্তর নিয়োগ প্রক্রিয়া দেখবে। স্নাতক স্তরে ইন্টার্ন হওয়ার জন্য পড়ুয়াদের নূন্যতম ৬০% নম্বর পেতে হবে। উচ্চ শিক্ষা দপ্তর দ্রুত এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে বলে জানা যাচ্ছে।