মাধ্যমিকের মত উচ্চমাধ্যমিকে ১০০% পাশ নয়, প্রথম দশে ৮৬

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর অর্থাৎ ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। করোনাকালে পরীক্ষা নেওয়া সম্ভব না হওয়ায় বিকল্প মূল্যায়ন পদ্ধতি বেছে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষা না হওয়ায় পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে মেধা তালিকা প্রকাশ করা হয়নি। তবে মেধাতালিকা প্রকাশ করা না হলেও সর্বোচ্চ নম্বর এবং অন্যান্য পড়ুয়াদের নম্বরের ভিত্তিতে প্রথম দশে ৮৬ জন রয়েছেন এমনটা জানা গিয়েছে।

বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে মাধ্যমিকের ফলাফলের ক্ষেত্রে চলতি বছর লক্ষ্য করা গিয়েছিল ১০০% পড়ুয়া পাশ করেছেন। তবে উচ্চমাধ্যমিকে পাশের হার ৯৭.৬৯ শতাংশ। পাশাপাশি জানা গিয়েছে উচ্চ মাধ্যমিকে এবার সর্বোচ্চ নম্বর ৪৯৯। প্রথম দশে থাকা প্রথম অর্থাৎ ৪৯৯ প্রাপ্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর নাম হল রুমানা সুলতানা। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মুর্শিদাবাদের কান্দি রাজা এম সি গার্লস হাইস্কুলের ছাত্রী।

চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন পরীক্ষার্থী ছিলেন। যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লক্ষ ৯৯ হাজার ৮৮ জন। চলতি বছর কলা বিভাগে পাশের হার ৯৭.৩৯ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৯.৭৭ শতাশ এবং বাণিজ্য বিভাগে পাশের হার ৯৯.০৮ শতাংশ। অন্যদিকে সব জেলাতেই পাশের হার রয়েছে ৯০ শতাংশের বেশি।

এদিন এই পরীক্ষার ফলাফল বের হওয়ার পর চারটের পর থেকেই ওয়েবসাইটে তা দেখা যাবে। http://wbresults.nic.in, www.exametc.com, www.results.shiksha, www.westbengal.shiksha, www.indiaresults.com, www.jagranjosh.com, www.technoindiagroup.com, https://abpananda.abplive.in/, www.news18bangla.com, abpeducation.com এইসকল ওয়েবসাইটগুলিতে ফলাফল জানা যাবে। আগামীকাল সকাল ১১ টার পর থেকে স্কুলে মার্কশিট দেওয়া হবে। কোন পরীক্ষার্থীর ফলাফল পছন্দ না হলে তিনি রিভিউ করতে পারবেন আগামী ২৬ তারিখের মধ্যে নিয়ম মেনে।