WhatsApp ভয়েস মেসেজে যুক্ত হলো এই সকল নতুন ফিচার

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হলো WhatsApp। ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ জন্য এই অ্যাপের এত জনপ্রিয়তা। এই ম্যাসেজিং অ্যাপ বর্তমানে বিশ্বের কোটি কোটি মানুষ ব্যবহার করে থাকেন। সম্প্রতি এই অ্যাপে ভয়েস মেসেজের ক্ষেত্রে একাধিক নতুন ফিচার যুক্ত করা হয়েছে।

১) কোন ব্যবহারকারীর প্রেরণ করা ভয়েস মেসেজ শোনার জন্য ওই চ্যাট বক্স খুলে রাখার প্রয়োজন নেই। অন্য কোন চ্যাট পড়ার সময় সেই ভয়েস মেসেজ শোনা যাবে।

২) ভয়েস মেসেজ রেকর্ডিং করার সময় ইচ্ছে মত পজ করা যাবে। আবার চালু করে ভয়েস রেকর্ডিং করে তা পাঠানো যাবে।

৩) ভয়েস মেসেজ রেকর্ডিং হচ্ছে কিনা তা বোঝার জন্য শব্দ তরঙ্গের মতো ভিজ্যুয়াল রিপ্রেজেন্টেশন যুক্ত করা হয়েছে। শোনার ক্ষেত্রেও এমন প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

৪) কাউকে ভয়েস মেসেজ পাঠানোর আগে প্রেরক তা শুনে নিতে পারবেন এবং প্রয়োজন পড়লে তা ডিলিট করতে পারবেন।

৫) কোন ভয়েস মেসেজ শুনার সময় মাঝপথে পজ করে বেরিয়ে গেলেও পরে একই জায়গা থেকে শোনার সুযোগ রয়েছে। পুনরায় প্রথম থেকে শোনার কোন প্রয়োজন নেই।

৬) ভয়েস মেসেজ শোনার সময় ব্যবহারকারীরা ইচ্ছে মতো স্পিড বাড়াতে অথবা কমাতে পারবেন। এতে সময় অনেকটাই সাশ্রয় হবে।

হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করার ক্ষেত্রে এই নতুন ৬টি ফিচারের মধ্যে বেশ কিছু ফিচার ইতিমধ্যেই সমস্ত ব্যবহারকারীদের জন্য উপলব্ধ করা হয়েছে। তবে এখনো পর্যন্ত বেশ কিছু ফিচার রয়েছে যেগুলি পরীক্ষামূলকভাবে বিটা ব্যবহারকারীদের জন্য উপলব্ধ করা হয়েছে।