পিছু হঠলো WhatsApp, প্রাইভেসি পলিসি নতুন সিদ্ধান্তের কথা জানালো সংস্থা

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর জানুয়ারি মাসে বিশ্বের সবথেকে জনপ্রিয় ম্যাসেজিং সংস্থা WhatsApp তাদের নতুন প্রাইভেসি পলিসি ঘোষণা করে। যে প্রাইভেসি পলিসি ফেব্রুয়ারি মাস থেকে লাগু করার ঘোষণা করা হয়েছিল। তবে নতুন প্রাইভেসি পলিসি নিয়ে বিতর্ক শুরু হওয়ার সাথে সাথেই তা লাগু করার সময়সীমা পিছিয়ে দেয় সংস্থা। বহু ব্যবহারকারীদের মধ্যে আশঙ্কা তৈরি হয় তাদের তথ্য ফাঁস নিয়ে। আর এবার এই নতুন প্রাইভেসি পলিসি নিয়ে পিছু হঠতে বাধ্য হল WhatsApp।

নতুন এই প্রাইভেসি পলিসি নিয়ে দিল্লি হাইকোর্টে সংস্থার আইনজীবী হরিশ সালভে জানিয়েছেন, ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল না হওয়া পর্যন্ত এই নতুন প্রাইভেসী পলিসি নিয়ে জোর দেবে না সংস্থা। আপাতত এই প্রাইভেসি পলিসি স্থগিত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সংস্থার এই সিদ্ধান্তের কারণে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা যেদিক দিয়ে সুবিধা পাবেন তা হল, যে সকল ব্যবহারকারীরা এই প্রাইভেসি পলিসি গ্রহণ করবেন না তাদেরও হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে কোন সমস্যা তৈরি হবে না। সংস্থার আইনজীবী আদালতে জানান, কেন্দ্র সরকার আমাদের এই প্রাইভেসি পলিসি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তাই ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল পাস না হওয়া পর্যন্ত এই ক্ষেত্রে লাঘু করা হবে। অর্থাৎ ব্যবহারকারীরা এই মুহূর্তে কোন সমস্যার সম্মুখীন হবেন না।

প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপের এই নতুন প্রাইভেসি পলিসি নিয়ে ইতিমধ্যেই বিস্তর জলঘোলা হয়েছে। নতুন প্রাইভেসি পলিসির ভয়ে বহু ব্যবহারকারীকে হোয়াটসঅ্যাপ ছেড়ে অন্য ম্যাসেজিং সংস্থার দিকে ঝুঁকতেও দেখা গিয়েছে। ব্যবহারকারীদের অন্য সংস্থার দিকে ঝোঁকার পাশাপাশি অন্য সংস্থাগুলিও সুযোগ বুঝে কোপ মেরেছে। মাথাচাড়া দিয়ে উঠেছে সিগন্যাল সহ আরও একাধিক ম্যাসেজিং সংস্থা।