WhatsApp-এর এই ৬টি ফিচার, যা দিচ্ছে আকর্ষণীয় সুবিধা

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp। বিশ্বের পাশাপাশি ভারতে এই অ্যাপের ব্যবহারকারীর সংখ্যাও অজস্র। বলা যেতে পারে মেসেজিং অ্যাপ প্ল্যাটফর্মের অধিকাংশ বাজার ধরে রেখেছে এই সংস্থা। এই ম্যাসেজিং অ্যাপ সংস্থার এই বিপুল জনপ্রিয়তার কারণ হলো গ্রাহকদের ব্যবহারের ক্ষেত্রে নানান নতুন নতুন ফিচার এবং ব্যবহারোপযোগী করে তোলা। এই ধারাবাহিকতা বজায় রেখে এই সংস্থা একাধিক নতুন ফিচার নিয়ে এসেছে। যে সকল ফিচার আপডেট ভার্সনে উপলব্ধ।

১) সবচেয়ে প্রয়োজনীয় যেকোনো নম্বরের চ্যাট সবার উপরে রাখার সুবিধা আনা হয়েছে। এই সুবিধাটি হল পিন টু টপ। যেকোনো নম্বরের চ্যাটকে চেপে ধরে রাখার পর একেবারে উপরে পিন টু টপ করার অপশন পাওয়া যায়।

২) অনেক সময় প্রেরকের মেসেজ পড়ার জন্য প্রস্তুত থাকেন না ব্যবহারকারী। তবে আবার ভুল করে সেই মেসেজ খুলে ফেলেন। সেই মেসেজ ভুল করে খোলার পর যাতে পরে পড়তে ভুলে না যান তার জন্য Mark as Unread করার ব্যবস্থা রয়েছে।

৩) কোন অবাঞ্ছিত ব্যক্তি অথবা কোন গ্রুপের একের পর এক মেসেজে বিরক্ত হওয়া থেকে বাঁচার জন্য মিউট চ্যাট ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে ওই ব্যক্তির নম্বর অথবা গ্রুপ কিছুক্ষণ চেপে রাখার পর এই অপশন পাওয়া যায়।

৪) গুরুত্বপূর্ণ মেসেজ অথবা অপছন্দের মেসেজ করা ব্যক্তি নম্বর বা কোন গ্রুপকে আর্কাইভ করে রাখার ব্যবস্থা আনা হয়েছে নতুন ভার্সনে। এর ফলে ওই মেসেজ হোয়াটসঅ্যাপের মেন পেজে লক্ষ্য করা যাবেনা। কোন গ্রুপ অথবা কোন নম্বরে মেসেজ কিছুক্ষণ ধরে রাখলেই এই আর্কাইভ চ্যাট অপশন পাওয়া যায়।

৫) যে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ স্টার মার্ক করে রাখার সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপে। এর ফলে সেই মেসেজ খুজে পেতে সুবিধা হয় ব্যবহারকারীদের এবং স্টারমার্ক করা মেসেজ সহজে ডিলিট হয় না।

৬) পছন্দের এবং প্রয়োজনীয় মেসেজ অনেক সময় অন্যান্য মেসেজের ভিড়ে হারিয়ে যায়। এই পরিস্থিতিতে সেই ব্যক্তি বা গ্রূপকে নিজের মোবাইলের হোম স্ক্রিনে শর্টকাট করে রাখার জন্য রয়েছে অপশন হোমস্ক্রিন শর্টকাট। কোন ব্যক্তির নম্বর অথবা গ্রুপ কিছুক্ষণ চেপে ধরে রাখার পর থ্রি ডটে ক্লিক করলেই এই অপশন পাওয়া যায়।