বাড়িয়ে দিল সুবিধা, হোয়াটসঅ্যাপে আসছে এই বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদন : বিশ্বে যে সকল মেসেজিং অ্যাপ রয়েছে তাদের মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ অ্যাপ হল whatsapp। এই অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা বিশ্বের কথা ছেড়ে দিয়ে শুধু ভারতবর্ষের দিকে তাকালেই দেখা যাবে ৫০ কোটির বেশি। বিপুলসংখ্যক এই ব্যবহারকারীর সংখ্যা মূলত অ্যাপের বিভিন্ন সুবিধা এবং ব্যবহারের ক্ষেত্রে সহজ সরল আঙ্গিকের জন্য।

Whatsapp এমন একটি অ্যাপ যেখানে এখন সমস্ত রকম কাজ সেরে ফেলা যাচ্ছে। চ্যাট থেকে শুরু করে টাকা লেনদেন, গ্রুপ কলিংয়ের মধ্য দিয়ে কথাবার্তা সেরে নেওয়া অথবা ভিডিও কলিংয়ের মধ্য দিয়ে মুখোমুখি হওয়া। এছাড়াও রয়েছে গ্রুপ তৈরি করে বিভিন্ন তথ্য আদান প্রদান করা ও গুরুত্বপূর্ণ বার্তাগুলি পৌঁছে দেওয়া।

এবার এই মেসেজিং অ্যাপ সংস্থার তরফ থেকে এমন সব আপডেট আনা হচ্ছে যা রীতিমত ব্যবহারকারীদের মন জয় করতে বাধ্য। এবার যে আপডেট আনা হচ্ছে তা হল হোয়াটসঅ্যাপ গ্রুপের ক্ষেত্রে। আগে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সর্বাধিক ২৫৬ জনকে যোগ করা যেত। পরে এই গ্রুপের মধ্যে মেম্বার যোগ করার সংখ্যা বৃদ্ধি করে করা হয় ৫১২। এবার আরও এক পদক্ষেপ নেওয়া হচ্ছে সংস্থার তরফ থেকে।

সংস্থার তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে, whatsapp গ্রুপে ১০২৪ জনকে যাতে নিযুক্ত করা যায় তার ব্যবস্থা গ্রহণ করা। WABetaInfo-র প্রতিবেদন থেকে জানা যাচ্ছে ইতিমধ্যেই এই আপডেট বেটাতে এসে গিয়েছে। android এবং ios দুই প্লাটফর্মের যে সকল বেটা টেস্টার রয়েছেন তাদের খুব কম সংখ্যক ব্যবহারকারীকে এই সুবিধা দেওয়া হচ্ছে।

এর পাশাপাশি এও জানা যাচ্ছে, খুব তাড়াতাড়ি এই অপশন সমস্ত ব্যবহারকারীদের জন্য রোল আউট করে দেওয়া হবে। এতে স্কুল কলেজ অথবা বিভিন্ন রাজনৈতিক whatsapp গ্রুপের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। একসঙ্গে এক হাজারের বেশি ব্যবহারকারী এক গ্রুপে থাকতে পারবেন।