বদলে যাচ্ছে WhatsApp, নতুন নকশা চিনতেই পারবেন না!

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের যে সকল মেসেজিং অ্যাপ রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো WhatsApp। গ্রাহকদের কাছে ব্যবহারে এই অ্যাপ এতটাই স্বাচ্ছন্দ যে দিন দিন এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের কোটি কোটি মানুষ জনপ্রিয় এই অ্যাপ ব্যবহার করে থাকেন। বিশ্বের কথা ছেড়ে যদি শুধু ভারতের কথা ধরা হয় তাহলেই এই অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটির বেশি।

মেটা (Meta) অধীনে থাকা এই অ্যাপের জনপ্রিয়তা আরও বৃদ্ধি করার জন্য প্রতিনিয়ত সংস্থার তরফ থেকে নতুন নতুন ফিচার আনা হচ্ছে, আনা হচ্ছে নানান পরিবর্তন। ঠিক সেই রকমই এবার এই অ্যাপের মধ্যে এমন এক পরিবর্তন আনা হতে চলেছে যার নকশা দেখলে চিনতেই পারবেন না। মূলত জনপ্রিয়তা বৃদ্ধি করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

WaBetaInfo এর তরফে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপের UI নিয়ে একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। যেটি দেখে স্পষ্ট পুরোপুরিভাবে বদলে যাচ্ছে অ্যাপটির নকশা। যে স্ক্রিনশট শেয়ার করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, সবুজ রংটি সরিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন এরিয়ায় বেশ কিছু উপাদান যুক্ত অথবা পরিবর্তন করা হয়েছে। নতুন এই পরিবর্তন তরুণ প্রজন্মের কাছে অসুবিধার কোন কারণ না হলেও যারা স্মার্ট ফোন অথবা এই ধরনের অ্যাপ নিয়ে অতটা সরগরম নন তাদের কিছুটা হলেও অসুবিধা হতে পারে।

বর্তমানে নতুন নকশা করা whatsapp বিটা ভার্সেনে উপলব্ধ বলে দাবি করা হয়েছে WaBetaInfo এর তরফ থেকে। তাদের তরফ থেকে যে স্ক্রিনশট শেয়ার করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, whatsapp এর স্ট্যাটাস, চ্যাটের মতো নেভিগেশনে বারগুলি এবং অন্যান্য ট্যাবগুলি নিচের দিকে নিয়ে আসা হচ্ছে। এছাড়াও কমিউনিটি ট্যাবের জন্য আলাদা করে একটি স্পেস দিয়েছে হোয়াটসঅ্যাপ।

এর পাশাপাশি রংয়ের ক্ষেত্রেও কিছু বদল আনা হয়েছে। জনপ্রিয় এই ম্যাসেজিং অ্যাপের প্রচলিত রং সবুজ রাখা হলেও তাতে সবুজের পরিমাণ অনেক কমিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও আগের মতই লোগো একই থাকবে এবং ডানদিকে থাকা মেসেজ বটনটি সবুজ থাকবে। অন্যদিকে চ্যাটের ঠিক উপরে নতুন চারটি ফিল্টার অপশন দেখতে পাওয়া যাবে। যেগুলি হলো অল, আনরিড, পার্সোনাল এবং বিজনেস। এই সুবিধা আনা হয়েছে যাতে সহজেই মেসেজ খুঁজে পান ব্যবহারকারীরা।