কুকুররা গাড়ি অথবা বাইকের পিছন কেন ধাওয়া করে! কী রয়েছে কারণ!

নিজস্ব প্রতিবেদন : পথপুকুররা হলো আমাদের সমাজের বন্ধু। রাস্তাঘাটে চলাচলের সময় তাদের মানুষের সঙ্গে সঙ্গেই ঘোরাফেরা করতে দেখা যায়। মানুষ যেমন তাদের ভালোবাসেন তারাও মানুষের সান্নিধ্যে থাকতেও ভালবাসে। তবে এই কুকুরদের এমন কিছু কীর্তিকলাপ রয়েছে যে সকল কীর্তিকলাপের কারণ অনেকের অজানা।

এই কুকুররা আমাদের ধারে পাশে থাকলেও, আমাদের বাড়িতে থাকলেও তাদের সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না। যেমন কুকুররা বৈদ্যুতিক খুঁটি অথবা গাড়ির চাকায় কেন প্রস্রাব করে? এর পাশাপাশি রাতের বেলায় অধিকাংশ সময় দেখা যায় কুকুর গাড়ি অথবা মোটর বাইকের পিছন ধাওয়া করছে।

রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় কুকুরের সঙ্গে আমরা শত্রুতা তৈরি করি না। কিন্তু তা সত্বেও কেন তারা এইভাবে গাড়ি অথবা বাইকের পিছন ধাওয়া করে? আসলে এর পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ। এখানে লুকিয়ে রয়েছে কুকুরদের অঞ্চল চিহ্নিত করার বিষয়। ঠিক যে কারণে কুকুররা বৈদ্যুতিক খুঁটি অথবা গাড়ির চাকায় প্রস্রাব করে সেই কারণেই এই গাড়ির পিছনে তারা ছুটে যায়।

দেখা যাবে কুকুররা সেই সকল মোটরবাইক অথবা চার চাকার পিছনে দৌড়ায় যেগুলি তাদের অঞ্চলের। অর্থাৎ যে সকল চারচাকা অথবা মোটর বাইকের চাকায় তারা প্রস্রাব করে সেই সকল চারচাকা বা মোটরবাইকের পিছনেই তাদের দৌড়াতে দেখা যায়। কুকুররা কখনোই চায় না তাদের মার্ক করে রাখা এলাকায় অন্য কোন এলাকার কুকুর ঢুকে পড়ুক। তাদের পিছু পিছু দৌড়ানো অথবা হাঁটার লক্ষ্য হলো নিজেদের নিরাপত্তাহীনতা।

এইসব কারণে কুকুর গাড়ি অথবা মোটরসাইকেলের পিছন ধাওয়া করার সময় ঘেউ ঘেউ করে চিৎকার করে। এর পাশাপাশি কুকুর হল শিকারী প্রাণী। যে কারণে তারা শিকারি খেলাও খেলতে পছন্দ করে। যে কারণে তারা দৃষ্টি আকর্ষণ করার সময়ও এমন কাজ করে। আবার কখনো কখনো বিভিন্ন যানবাহন থেকে নিজেদের রক্ষা করার জন্য এইভাবে পিছন ধাওয়া করে।