তাপমাত্রার পারদ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এখন নিম্নমুখী। কনকনে ঠান্ডা চারদিকে। এমন পরিস্থিতিতে যখন সাধারণ মানুষদের জুবুথুবু অবস্থা, যখন সবাই লেপ কাঁথার তলায় ঘুমিয়ে ব্যস্ত তখন অসহায় ভাবে রাত কাটান অসহায় মানুষেরা। কেউ স্টেশনে, কেউ আবার অন্যত্র। আর এই সকল মানুষদের কথা মাথায় রেখে এবার একদল যুবক কনকনে শীতের রাতে শীতবস্ত্র নিয়ে পৌছলেন সাঁইথিয়া রেলস্টেশন সহ সাঁইথিয়া হাসপাতাল ও তার পার্শ্ববর্তী এলাকায়। তাদের মূল উদ্দেশ্য হলো ঐ সকল মানুষদের অন্ততপক্ষে একটি করে কম্বল দেওয়া।
শীতের এই কনকনে ঠান্ডায় মহিষা ডহরি universal হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা শুক্রবার রাতে ১৫০ টি কম্বল অসহায় মানুষদের হাতে তুলে দিল। কনকনে ঠান্ডায় যখন অসহায় মানুষেরা স্টেশনে অথবা হাসপাতাল চত্বরে রাত কাটাচ্ছেন সেই সময় এই এক টুকরো কম্বল যেন তাদের কাছে অনন্য প্রাপ্তি হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুনঃ পৌষ মেলার শেষ রাতে মেলা প্রাঙ্গণে হাজির হয়ে ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দিলেন কাজল শেখ
ওই সংস্থা দীর্ঘদিন ধরেই এইরকম ভাবেই কাজ চালিয়ে যাচ্ছে। তাদের এমন কাজে খুশী এলাকার মানুষেরাও। আর যারা কনকনে ঠান্ডায় রাত কাটাচ্ছিলেন তারা এইভাবে হাতের কাছে কম্বল পেয়ে স্বাভাবিকভাবেই খুশি।
