এটি না থাকলে জুন মাসে পাবেন না কেরোসিন, জানিয়ে দিল রাজ্য সরকার

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে পেট্রোল-ডিজেল সহ সমস্ত ধরণের জ্বালানীর দাম কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে রেশন দোকান থেকে বহু মানুষ ভর্তুকিতে যেসকল সামগ্রী পাচ্ছেন তা তাদের কাছে সুরাহা হয়ে দাঁড়াচ্ছে। রেশন দোকানে খাদ্য সামগ্রী সহ মেলে কেরোসিন তেল। এই কেরোসিন তেল বহু দুঃস্থ দরিদ্র মানুষদের কাছে জীবন জীবিকা নির্বাহের অন্যতম অঙ্গ।

তবে সম্প্রতি রাজ্য খাদ্য দপ্তর সিদ্ধান্ত নিয়েছে আগামী জুন মাসে যদি কোন উপভোক্তার কাছে ডিজিটাল রেশন কার্ড না থাকে তাহলে তিনি কেরোসিন তেল পাবেন না। রাজ্যের সর্বত্র এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানা যাচ্ছে খাদ্য দপ্তর সূত্রে। কেবলমাত্র ছাড় দেওয়া হয়েছে দার্জিলিংয়ের ক্ষেত্রে।

মূলত ডিজিটাল রেশন কার্ড চালু হওয়ার পরেও এখনো পর্যন্ত রাজ্যের বহু উপভোক্তা এই ডিজিটাল রেশন কার্ড করান নি বা করানো সম্ভব হয়ে ওঠেনি। ঐসকল উপভোক্তারা এখনো পর্যন্ত কাগজের রেশন কার্ডেই নিজেদের রেশন সামগ্রী পাচ্ছেন। কিন্তু জুন মাসে এই কাগজের রেশন কার্ডে আর কেরোসিন পাওয়া যাবে না।

রাজ্য খাদ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ডিজিটাল রেশন কার্ড ব্যবস্থা চালু হয়ে গেলেও এখনও পর্যন্ত ১৬ লক্ষ গ্রাহকের ডিজিটাল রেশন কার্ড নেই। ডিজিটাল রেশন কার্ড নেই এমন উপভোক্তাদের সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, সল্টলেক, দার্জিলিঙের বাসিন্দাদের। যে কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেশন দোকানে গ্রাহকরা গ্রাহক পিছু ১৫০ মিলিলিটার কেরোসিন পেয়ে থাকেন। সেক্ষেত্রে ডিজিটাল রেশন কার্ড না থাকে তাহলে সেটাও বন্ধ হয়ে যাবে। তবে যে সকল গ্রাহকদের ডিজিটাল রেশন কার্ড রয়েছে তাদের জন্য আবার একটি সুখবর রয়েছে। তারা জুন মাসে তিন গুণের বেশি অর্থাৎ ৫০০ মিলিলিটার কেরোসিন পাবেন। এমনিতে এখন যে নিয়ম রয়েছে তাতে ডিজিটাল রেশন কার্ড না থাকলে চাল, গম, ডাল পাওয়া যায় না।