World Bank: ভারতে বিনিয়োগ করলেই তা লাভজনক হবে এমনটাই বলছে বিশ্ব ব্যাঙ্ক কর্তারা। কয়েক দশক আগে তছরুপের মামলায় জড়িত বিনিয়োগকারী হর্ষদ মেহতার সেই করা মন্তব্য আবার যেনো ফিরে এল। ভারতের অর্থনীতির উপর আস্থা রাখতে হবে। বিশ্বের বড় বড় বিনিয়োগকারীদের বিনিয়োগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের (অক্টোবর-ডিসেম্বর) জিডিপি সংক্রান্ত সরকারি পরিসংখ্যান প্রকাশের আগে ভারতীয় অর্থনীতি সম্পর্কে বার্তা দিলেন বিশ্ব ব্যাঙ্কের কর্তা।
ভারতের অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে নতুন বছরেই আশঙ্কা প্রকাশ করেছিল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার(World Bank)। কেন্দ্র মন্তব্য করেছে যে, চলতি বছরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি খুব একটা তাক লাগানো হবে না। এইরকম পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে থাকা যায়না। দেশের অর্থনৈতিক চাকাকে ধাক্কা দিতে হবে প্রতি মুহূর্তে।
বিশ্ব অর্থনীতিতে দেখা দিয়েছে অনিশ্চয়তা এবং দেশে চাহিদা ঝিমিয়ে পড়ায় ভারতের অর্থনীতি আগের মত নেই বরং গতি হারিয়েছে। কিন্তু তাও ভারতকেই আদর্শ লগ্নিস্থল বলে মনে করছে বিশ্ব ব্যাঙ্ক(World Bank)। ‘অ্যাডভান্টেজ অসম ২.০’ বাণিজ্য সম্মেলনে ভারতের বিশ্ব ব্যাঙ্কের ডিরেক্টর অগস্ত তানো কউমে এদেশের অর্থনীতি নিয়ে আশা প্রকাশ করেছেন এবং জোর দিয়েছেন যাতে লগ্নিকারীরা এখানে পুঁজি ঢালার পরিকল্পনা নেয়।
বিশ্ব ব্যাঙ্ক (World Bank) কর্তা আরো বলেন যে, ভারতের আর্থিক বৃদ্ধির গতি নিয়ে তারা চিন্তিত নয়। যদি জিডিপি বৃদ্ধির হার এক শতাংশ বিন্দু হেরফের করে তাহলেও দৃষ্টিভঙ্গি বদলাবে না। সাম্প্রতিক পরিসংখ্যান নিয়ে চিন্তিত হবার কারণ নেই, বরং তাঁদের আশ্বস্ত করা হচ্ছে। বিশ্বের নিরিখে ভারত একটি উজ্জ্বল আলো। এই দেশ বিনিয়োগ করার পক্ষে উপযুক্ত। ঘটনাচক্রে ডয়েশ ব্যাঙ্ক তাদের এক রিপোর্টে দাবি করেছে, শ্লথতা কাটছে ভারতীয় অর্থনীতির। অক্টোবর-ডিসেম্বরে জিডিপি বৃদ্ধির হার ৬.২ শতাংশে পৌঁছতে চলেছে।
ভারতের অর্থনীতি যখন বিদেশি লগ্নিকারীদের বিনিয়োগ তুলে নেওয়ার ফলে ক্রমাগত ধসে পড়ছে, ঠিক সেই পরিস্থিতিতে বিশ্বব্যাঙ্কের কর্তার এমন মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বহু বিশেষজ্ঞ।বিশ্বব্যাঙ্কের কর্তার এই মন্তব্য ভরসা যোগাচ্ছে বিনিয়োগকারীদের।