সময়ের সাথে পাল্লা দিয়ে ভারতীয় রেল যোগাযোগ ব্যবস্থা এক অন্য মাত্রায় পৌঁছাচ্ছে। রেল ব্যবস্থাকে উন্নতির শিখরে নিয়ে যেতে মরিয়া হয়ে উঠেছে ভারত সরকার। রেলকে ঢেলে সাজাতে দিনে দিনে বাড়ছে খরচের পরিমাণ, তবুও পিছু পা হচ্ছে না সরকার। আর এবার ভারতীয় রেলের আরও এক সাফল্যের কথা প্রকাশ্যে এসেছে। বিগত ১০ বছরে ভারতীয় রেলের চাহিদা সম্পূর্ণ করার লক্ষে রেল ইঞ্জিনের উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ভারত মোট ১৬৮১টি রেল ইঞ্জিন ২০২৪–২৫ অর্থবর্ষে প্রস্তুত করেছে। ভারতীয় রেলের তরফে দাবি করা হয়েছে, আমেরিকা, ইউরোপ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া মিলিয়ে একই অর্থবর্ষে তৈরি হওয়া সমস্ত ইঞ্জিনের সংখ্যার তুলনায় যা অনেকটাই বেশি।
রেল পর্ষদের এক আধিকারিকের তরফে জানা গিয়েছে, দেশের বুকে ২০২৩-২৪ অর্থবর্ষে মোট ১৪৭২টি লোকোমোটিভ ইঞ্জিন তৈরি হয়েছিল। ২০২৪–২৫ অর্থবর্ষে সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৯ শতাংশে। ওই রেল আধিকারিকের তরফে আরও জানানো হয়েছে, রেল ইঞ্জিনের উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘মেক ইন ইন্ডিয়া’র হাত ধরে। সেটির কথা মাথায় রেখেই উৎপাদন ক্রমশই বেড়েছে। তারই পাশাপাশি ইঞ্জিনের চাহিদাও বেড়েছে ভারতের প্রায় ৭০ হাজার কিমি রেললাইনে উন্নত পরিষেবা দিতে।বৈদ্যুতিক ইঞ্জিনের সর্বাধিক চাহিদা লক্ষ করা গিয়েছে। একইসাথে পণ্য পরিবহণের ক্ষেত্রে ব্যবহার করা ইঞ্জিনের চাহিদাও বেড়েছে যাত্রীবাহী ট্রেনের তুলনায়।
আরও পড়ুন: Fish: ভুলেও এই আটটি মাছ খাবেন না! বাঙালি বাড়িতে প্রায়ই আসে কিন্তু
দেশের বুকে মোট ৪৬৯৫টি রেল ইঞ্জিন তৈরি করা হয়েছিল গোটা ১০ বছর জুড়ে অর্থাৎ ২০০৪ থেকে ২০১৪ অবধি। হিসাব করলে দেখা যাবে, ওই দশ বছরে প্রতি বছর গড়ে ৪৭০টি ইঞ্জিন তৈরি করা হয়েছে।অপরদিকে, দেশের বুকে ৯১৬৮টি রেল ইঞ্জিন তৈরি করা হয়েছে ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে। যা গড়ে হিসাব করলে প্রতি বছরে দাঁড়ায় ৯১৭টি ইঞ্জিনে। দেশে প্রস্তুত হওয়া ২০২৪–২৫ অর্থবর্ষে ১৬৮১ রেল ইঞ্জিনের মধ্যে কেবলমাত্র ৭০০টিই তৈরি হয়েছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায়।
অন্যগুলোর মধ্যে ৪৭৭টি তৈরি হয়েছে বারাণসী লোকোমোটিভ ওয়ার্কসে ও ৩০৪টি ইঞ্জিন পাতিয়ালা লোকোমোটিভ ওয়ার্কসে তৈরি হয়েছে। অবশিষ্ট ১০০টি করে লোকোমোটিভ ইঞ্জিন মাধেপুরা ইলেকট্রিক লোকোমোটিভ ফ্যাক্টরি ও মারওয়া লোকোমোটিভ ফ্যাক্টরি প্রস্তুত করেছে। রেল পর্ষদের ওই আধিকারিকের তরফে আরও জানা গিয়েছে, গত অর্থবর্ষে প্রস্তুত হওয়া ইঞ্জিনগুলির অধিকাংশই মালগাড়ি টানার কাজে ব্যবহার করা হয়েছে।চিত্তরঞ্জনে নয় হাজার ও ১২ হাজার অশ্বশক্তি বিশিষ্ট রেল ইঞ্জিনের মতো উচ্চ ক্ষমতাসম্পন্ন রেল ইঞ্জিন অতিরিক্ত মাত্রায় প্রস্তুত হয়েছে।