Yellow Taxi: হলুদ ট্যাক্সি হল কলকাতার রাস্তার আইকন, কিংবা বলা চলে কলকাতাকে চিনতে গেলে হলুদ ট্যাক্সি হল অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস। রাস্তায় হলুদ ট্যাক্সি চলাচল করছে মানে শহরটি কলকাতা ছাড়া আর অন্য কোন শহর হতেই পারে না। গুগলে গিয়ে যদি কলকাতার রাস্তা সার্চ করেন তাহলে যে ছবিটা আপনার সবার প্রথমে চোখে পড়বে তা হল রাজপথে দাঁড়িয়ে রয়েছে হলুদ রঙের ট্যাক্সি।
তবে বহু বছর হয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে যেতে বসেছে এই হলুদ ট্যাক্সি (Yellow Taxi)। কিন্তু কলকাতার ঐতিহ্য সঙ্গে এই হলুদ ট্যাক্সি যেন গভীরভাবে জড়িয়ে রয়েছে। কলকাতা শহরকে চিনতে গেলে হলুদ ট্যাক্সিকে বাদ দেওয়া যাবে না। ১৫ বছরের পুরোনো গাড়ি বাতিল এবং কোভিডের পর ধীরে ধীরে হলুদ ট্যাক্সির সংখ্যা কমে যেতে শুরু করে কলকাতায়। রাজ্যের পরিবহণ বিভাগের উদ্যোগে রাজপথের রাস্তায় আবারো দেখা যাবে এই হলুদ রঙের ট্যাক্সি। তবে এবার সাধারণ মানুষের কাছে ধরা দেবে সম্পূর্ণ নতুনরূপে।
কলকাতার রাস্তায় সাধারণ মানুষ এবার দেখতে পাবে হলুদ রঙের অ্যাম্বাসাডর নয়, ঝাঁ চকচকে এসি হলদু ট্যাক্সি (Yellow Taxi)। এতে যাতায়াত আগের থেকে অনেক বেশি আরামদায়ক হতে চলেছে। এমনকি গাড়ির গায়ে আঁকা রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ, মনুমেন্টের ছবি। একটি বেসরকারি সংস্থা এই ট্যাক্সি তৈরি করছে। তবে রাস্তায় আপাতত নামানো হচ্ছে মোট কুড়িটি ট্যাক্সি।
আরও পড়ুন: দীর্ঘ প্রতীক্ষার অবসান! এবার ব্যারাকপুর রুটে জুড়ছে মেট্রো লাইন
ভবিষ্যতে এই নতুন হলুদ রংয়ের ট্যাক্সি কলকাতার শহরের রাস্তায় নামানো হবে মোট ৩০০০টি। বৃহস্পতিবার পরিষেবার উদ্বোধন করেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি এই বিষয়ে বলেছেন যে, হলুদ ট্যাক্সি হল কলকাতার ঐতিহ্য। বিজিবিএস-এ একটি সংস্থার সঙ্গে চুক্তি করা হয়েছিল। তারাই এই নতুন গাড়ি পথে নামাচ্ছে।
সংস্থাটি আপাতত সিদ্ধান্ত নিয়েছে যে, চালকদের দিয়েই চুক্তির ভিত্তিতে এই হলুদ ট্যাক্সি চালানো হবে। কোনও অ্যাপ ক্যাব আনার সিদ্ধান্ত নিচ্ছে না এই সংস্থা। তবে ‘যাত্রীসাথী’ অ্যাপ-এ এই গাড়ি বুক করা যাবে। ট্যাক্সি পরিষেবা কলকাতার রাস্তায় চালু হয়েছিল স্বাধীনতার আগে। সেই ঐতিহ্যকে এত সহজে মুছে ফেলা যায় না। ১৯৪৮ সালে উত্তরপাড়ার হিন্দুস্তান মোটর্স ফ্যাক্টরিতে শুরু হয় গাড়ি তৈরি। ১৯৬২ সালে কলকাতা ট্যাক্সি অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাদা অ্যাম্বাসাডর গাড়িকেই হলুদ রং করে ট্যাক্সি (Yellow Taxi) হিসেবে কলকাতার রাস্তায় চালানো শুরু হয়।