চাষের কাজে মাঠে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১, প্রতিবাদে পথ অবরোধ

লাল্টু : চাষের কাজে মাঠে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক ব্যক্তি। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ শুরু করেছেন এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের ঘটনাস্থলে আসতে হবে। আধিকারিকরা না আসা পর্যন্ত অবরোধ চলবে।

বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে দুবরাজপুর ব্লকের বালিজুরি গ্রাম পঞ্চায়েতের কুমার বুনদরা গ্রামে। এদিন সকালে ওই এলাকার ফটিক বাউরি নামে এক ব্যক্তি চাষের কাজে মাঠে যান। সে সময় মাঠের মধ্যে ১১০০০ ভোল্টের একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল। আর ওই ব্যক্তি সেই বিদ্যুতের তার দেখতে না পেয়ে কাছে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। মাঠে অন্যান্য যারা কাজ করছিলেন তারা ঘটনাটি দেখতে পেয়ে তড়িঘড়ি গ্রামের মানুষদের খবর দেন এবং বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে গ্রামে নিয়ে আসা হয়।

মৃত ফটিক বাউড়ি পেশায় একজন রাজমিস্ত্রি। সারাবছর রাজমিস্ত্রির কাজ করার পাশাপাশি নিজের ছোট অংশের থাকা একটি জমিতে বর্ষাকালে নিজেই চাষ করেন। আর সেই জমিতে চাষ করতে গিয়েই এমন দুর্ঘটনা। ফটিক বাউরির পরিবারে রয়েছেন স্ত্রী সহ তিন মেয়ে এবং এক প্রতিবন্ধী ছেলে। আর এমন ঘটনা ঘটে যাওয়ার পরেই গ্রামবাসীরা ওই ব্যক্তির দেহ মাঠ থেকে তুলে নিয়ে এসে দুবরাজপুর খয়রাশোল রাস্তার উপর রেখে পথ অবরোধ শুরু করেছে।

গ্রামবাসীদের দাবি, বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের ঘটনাস্থলে আসতে হবে এবং তাদের তদন্ত করতে হবে কার গাফিলতিতে এমন ঘটনা ঘটলো। পাশাপাশি বিদ্যুৎ বিভাগকে ওই দীনদরিদ্র পরিবারের দেখভালের দায়িত্ব নিতে হবে। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ। বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলার পর পুলিশ গ্রামবাসীদের সাথে কথা বলে অবরোধ তুলে দেয়।