তীব্র গরমে যাতায়াতের দিন শেষ, AC বাস নিয়ে সুখবর দিল রাজ্য সরকার

নিজস্ব প্রতিবেদন : একদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় মোকা (Cyclone Mocha), আর অন্যদিকে তালে তাল মিলিয়ে বাড়ছে তাপমাত্রা। ঘূর্ণিঝড়ের প্রাক্কালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের তাপমাত্রা ৪০° ছুঁইছুঁই। দক্ষিণবঙ্গের এই সকল জেলাগুলির তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই হওয়ার পাশাপাশি কলকাতার তাপমাত্রাও অস্বাভাবিক।

বর্তমানে তীব্র এই তাপমাত্রাতেই প্রতিদিন কলকাতার বুকে লক্ষ লক্ষ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে যাচ্ছেন কাজের তাগিদে। গণপরিবহনের অন্যতম মেরুদন্ড বাসে যাতায়াত করার ক্ষেত্রে প্রচন্ড অসুবিধার সম্মুখীন এই সকল মানুষেরা। তাদের কথা মাথায় রেখেই এবার রাজ্য সরকার নয়া উদ্যোগ নিতে চলেছে আর এই উদ্যোগের ফলে তীব্র গরমে যাতায়াতের দিন শেষের দিকে।

সাম্প্রতিক কালে দেখা গিয়েছে তাপমাত্রার পারদ বৃদ্ধি পেলেও শহরের বুকে এসি বাসের (ac bus) সংখ্যা দিন দিন কমছে। পরিবহন দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রক্ষণাবেক্ষণের অভাবেই এসি বাসগুলি অকেজো হয়ে পড়ে রয়েছে বিভিন্ন ডিপোয়। এমনকি সেই সকল বাস মেরামত করা সম্ভব হয়নি পর্যাপ্ত টাকার অভাবে। এবার এই সকল বাস মেরামত করার জন্য রাজ্য পরিবহন দপ্তর উদ্যোগ নিল।

পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে, নবান্নের তরফ থেকে রাজ্যের বিভিন্ন ডিপোয় পড়ে থাকা এসি বাসগুলি মেরামতির জন্য ফান্ড মঞ্জুর করেছে। বরাদ্দ এই টাকা দিয়ে খুব তাড়াতাড়ি এসি বাসগুলি মেরামতি করা হবে এবং তারপরই সেগুলি দ্রুত রাস্তায় নামানো হবে। এমন কি যে অল্প সংখ্যক এসি বাস এখন রাস্তায় চলাচল করছে সেগুলিও মেরামতি করা হবে।

রাজ্যের বিভিন্ন ডিপোয় এই মুহূর্তে সাড়ে ৩০০ টি এসি বাস রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়ে রয়েছে বলে জানা গিয়েছে। তবে সম্প্রতি নবান্নের তরফ থেকে যে অর্থ মঞ্জুর করা হয়েছে সেই অর্থ দিয়ে ১০০ টি এসি বাস মেরামতি করে রাস্তায় নামানো হবে। এই সকল এসি বাস রাস্তায় নামলে তীব্র গরমে যাতায়াত করার ক্ষেত্রে যাত্রীদের যে অসুবিধা হয় তা থেকে অনেকটাই মুক্তি মিলবে।