সুখবর, গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য ২১৭টি স্পেশাল ট্রেন ঘোষণা করলো রেল

নিজস্ব প্রতিবেদন : ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ঘুরতে যাওয়ার প্রবণতা দেখা যায়। দীর্ঘ কাজের চাপে যখনই ছুটিছাটা পান তখনই তাদের ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যেতে দেখা যায়। পুজোর ছুটিতে যেমন ভ্রমণপিপাসুদের এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে যেতে দেখা যায়, ঠিক সেই রকমই গরমের ছুটিতেও বহু মানুষকেই বাড়ি থেকে বেরিয়ে পড়তে দেখা যায়। এসবের কথা মাথায় রেখে এবার ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে ২১৭টি স্পেশাল ট্রেন (Special Train) চালানোর ঘোষণা করা হলো।

ঘোরা ছাড়াও গ্রীষ্মকালে যাত্রীদের প্রচন্ড ভিড়ের কথা মাথায় রাখা হয়েছে এই সকল স্পেশাল ট্রেন চালানোর জন্য। যাতে কোনভাবেই কারো অসুবিধা না হয় সেই সকল দিকে নজর রাখতেই এমন দুই শতাধিক স্পেশাল ট্রেন ঘোষণা করেছে রেল। হাওড়া, পটনা, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই সহ বিশেষ বিশেষ স্টেশনগুলি থেকে এই সকল স্পেশাল ট্রেন চালানো হবে।

২১৭টি স্পেশাল ট্রেন চালানোর বিষয়ে ১১ এপ্রিল রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট আটটি রেলওয়ে জোনে এমন স্পেশাল ট্রেন চালানো হবে এবং এই সকল স্পেশাল ট্রেনগুলি ৪,০১০টি ট্রিপ সম্পন্ন করবে। স্পেশাল এই ট্রেনের সংখ্যার দিকে নজর রাখলে দেখা যাবে দক্ষিণ-পশ্চিম রেলে সবচেয়ে বেশি ট্রেন দেওয়া হয়েছে।

দক্ষিণ-পশ্চিম রেলকে ৬৯টি স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের বিভিন্ন স্টেশনের মধ্যে এই ট্রেনগুলি চলাচল করবে। দক্ষিণ মধ্য রেল ৪৮টি, পশ্চিম রেল ৪০টি, দক্ষিণ রেল ২০টি এবং উত্তর-পশ্চিম রেল ১৬টি ট্রেন চালাবে রেল।

সেন্ট্রাল এবং ইস্ট সেন্ট্রাল এই দুই জনের ক্ষেত্রে ১০ টি স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। এর মধ্যে আবার ইস্টার্ন রেলওয়ে পেয়েছে চারটি স্পেশাল ট্রেন, যে সকল ট্রেনগুলি পশ্চিমবঙ্গের মধ্যেই চলাচল করবে। খুব তাড়াতাড়ি এই সকল ট্রেনের নম্বর এবং নাম ঘোষণা করার করা হবে। এরপর IRCTC ওয়েবসাইট বা কাউন্টার থেকে টিকিট বুকিং করা যাবে।