Ind vs Afg T20: দুটি সুপার ওভার, বড় রান তাড়া! ভারত আফগানিস্তান এক ম্যাচই গড়ল ৩ রেকর্ড

নিজস্ব প্রতিবেদন : বুধবার রাতের ভারত আফগানিস্তান টি-টোয়েন্টি (Ind vs Afg T20) ম্যাচ হয়ে উঠেছিল অন্যতম সেরা জমজমাট একটি ম্যাচ। যে ম্যাচে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করে ২১২ রান তোলে। এরপর সেই রান তাড়া করতে নেমে আফগানিস্তানেও ২১২ রান তোলে। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেও প্রথম সুপার ওভার আবার টাই হয়ে যায়। প্রথম সুপার ওভারে দুটি দলই ১৬ রান করে তুলতে সক্ষম হয়।

এরপর ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে। তবে দ্বিতীয় সুপার ওভারেই খেলার ফলাফল সামনে আসে। দ্বিতীয় সুপার ওভারে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করে মাত্র ১১ রান সংগ্রহ করে। সেই রান তাড়া করতে নেমে আফগানিস্তান এক রানেই দুটি উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায়। তবে এই নাটকীয় সব মুহূর্তের পাশাপাশি এই দিনের ম্যাচ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে দিল ৩টি রেকর্ড।

১) পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রোহিত শর্মা এবং রিঙ্কু সিংয়ের জুটি পঞ্চম উইকেটে পুরুষ খেলোয়াড়দের সবচেয়ে বড় জুটি হয়ে দাঁড়ালো। এর আগে এই রেকর্ড ছিল নেপালের কুশল মাল্লা ও দীপেন্দ্র সিং আইরির। ২০২৩ সালের এশিয়ান গেমসে তারা হংকংয়ের বিরুদ্ধে ১৪৫ রান করেছিলেন। আইসিসির পূর্ণ সদস্য রয়েছে এমন দল হিসাবে এই রেকর্ড ছিল নিউজিল্যান্ডের। নিউজিল্যান্ডের মার্ক চাপম্যান এবং জিমি নিশম পাকিস্তানের বিরুদ্ধে করেছিলেন ১২১ রান। এই সমস্ত রেকর্ডকে ভেঙ্গে রোহিত শর্মা ও রিঙ্কু সিংয়ের পঞ্চম উইকেটের জুটি গড়ল ৯৫ বলে ১৯০ রান।

আরও পড়ুন 👉 Rohit Sharma: মাত্র এক ধাপ দূরে! এবার লজ্জার এক রেকর্ড গড়ার মুখে রোহিত শর্মা

২) আফগানিস্তানের বিরুদ্ধে গত বুধবারের ম্যাচে রোহিত শর্মা এবং রিঙ্কু সিংয়ের ১৯০ রানের জুটি ভারতীয় যেকোনো খেলোয়াড়দের পার্টনারশিপের মধ্যে সর্বোচ্চ। এর আগে এমন রেকর্ড ছিল সঞ্জু স্যামসন এবং দীপক হুডার। তারা ২০২২ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৭৬ রান করেছিলেন। অন্যদিকে ১৬৫ রানের পার্টনারশিপ তৈরি করে এই তালিকায় তিন নম্বরের রয়েছে আরও একটি পার্টনারশিপ রোহিত শর্মা ও কে এল রাহুলের।

৩) এছাড়াও ২৫ রানের মধ্যে অর্থাৎ ২২ রানে চার উইকেট হারানোর পর ২১২ রান গড়ার এই রেকর্ড ভারত তৈরি করল। এর আগে এই রেকর্ড ছিল আমেরিকার। তারা ১৬ রানে চার উইকেট হারানোর পরেও ১৮৮ রান করেছিল। তাদের সেই ম্যাচ ছিল আয়ারল্যান্ডের বিরুদ্ধে।