AC Maintenance: দীর্ঘদিন বন্ধ এসি চালানোর আগে এই নিয়মগুলি মানতেই হবে!

AC Maintenance : বঙ্গ থেকে শীত বিদায় নিয়েছে কিছুদিন আগেই। হোলির পর্ব মিটতেই চড়ছে তাপমাত্রার পারদ। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় হু হু করে বাড়ছে তাপমাত্রা। গরম থেকে বাঁচতে এই মার্চের এসির সহায়তা নিতে হচ্ছে মানুষকে।

দীর্ঘদিন শীতের দাপটে এসি বন্ধ ছিল প্রত্যেকের ঘরে। আবার চালু করা হয়েছে এই গরমের হাত থেকে রেহাই পেতে। দীর্ঘ দিন এসি বন্ধ রাখার ফলে হঠাৎ সেটিকে অন করলে বেশকিছু সমস্যা হতে পারে এসিতে। সেটি না চলার যেমন আশঙ্কা থাকে ঠিক তেমনই গ্যাস লিক হওয়া বা যত্নের অভাবে সামান্য তার আলগা হয়ে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে। এর ফলে বিপদের মুখে পড়তে হতে পারে। তাই দীর্ঘদিন এসি বন্ধ থাকলে চালানোর আগে কিছু বাড়তি সতর্কতা নেওয়া প্রয়োজন।

দীর্ঘ সময় কোনো জিনিস ব্যবহার না হলে যেমন ধুলো ময়লা জমতে থাকে ঠিক একইভাবে এসি দীর্ঘদিন ব্যবহার না হলে এসির ভিতরে বা বাইরে ধুলো-ময়লা জমতে থাকে। এসি পরিষ্কার করে ব্যবহার না করলে এসিতে গণ্ডগোল দেখা দিতে পারে।

এসির এয়ার ফিল্টারে নজর দেওয়া উচিত। দীর্ঘদিন ব্যবহার না করলে সেটিতে ধুলো জমে। তাই মাঝে মধ্যেই পরিষ্কার করা জরুরি। অনেকসময় ফিল্টার পরিবর্তনও করতে হতে পারে। এসির ভিতরের অংশের ঢাকা খুললেই সামনে যে জালির মতো অংশ থাকে সেগুলিই ফিল্টার। বাড়িতে সহজেই সাবান জল দিয়ে এগুলো পরিষ্কার করা সম্ভব।

এসির কার্যক্ষমতা ঠিক রাখতে গেলে এসির ভিতরের মতো বাইরের অংশটিও পরিষ্কার করা জরুরি কারণ কম্প্রেসারে ধুলো জমলে এসির ঠান্ডা হওয়ার ক্ষমতা কমে যায়। জলে ভেজা কাপড় দিয়ে মুছে নেওয়া যেতে পারে। এসির জল যে নল থেকে বাইরে বেরোয় সেটিতে চাপ কমাতে ধুলো-ময়লা পরিষ্কার রাখা জরুরি। পাইপকে ধুলো ময়লা থেকে মুক্ত করতে জলে ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন। এমন পদ্ধতি মেনে চললে এসি দীর্ঘদিন পরিষ্কার থাকবে। এসির কার্যক্ষমতাও আগের মতো থাকবে।