বীরভূমের কপালে জুটলো নতুন একটি ট্রেন। দীর্ঘদিন ধরেই এলাকার বাসিন্দারা নতুন এই ট্রেনের জন্য আবেদন নিবেদন থেকে শুরু করে আন্দোলন চালাচ্ছিলেন। অবশেষে শুক্রবার থেকে ওই নতুন ট্রেনের শুভযাত্রা শুরু হল।
বীরভূমে যে সকল রেল রুট রয়েছে সেই সকল রেল রুটের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি রেল রুট হল আহমেদপুর ও কাটোয়া। আগে এই রুটে ছিল ছোট লাইন। পরে তা ব্রডগেজ লাইনে রূপান্তরিত করা হয়। তবে ছোট লাইন থেকে বড় লাইন হলেও রেল পরিষেবায় তেমন কোন পরিবর্তন নজরে আসতে দেখা যায়নি।
আরও পড়ুন: Rail News: ট্রেনে বসলো এটিএম মেশিন! এবার এক নিমিষেই চলন্ত ট্রেনে তোলা যাবে টাকা
কেননা এতদিন পর্যন্ত এই রুটে মাত্র দুটি প্যাসেঞ্জার ট্রেন যাতায়াত করতো। আর এবার আরও একটি ট্রেন এই রুটে চালু হওয়ার ফলে ট্রেন সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩। ট্রেন সংখ্যা বেড়ে তিন হলেও এলাকার বাসিন্দাদের আরো যে সকল দাবী দেওয়া রয়েছে তা এখনো পূরণে অনেকটাই পথ চলতে হবে রেলকে।
শুক্রবার থেকে নতুন যে ট্রেনটির সূচনা হলো সেই ট্রেনটির ০৩০৩৭ কাটোয়া আহমেদপুর স্পেশাল সকাল 6:35 এ কাটোয়া থেকে রওনা দেবে এবং সকাল আটটায় এসে পৌঁছাবে আহমেদপুর স্টেশনে। অন্যদিকে ০৩০৩৮ ট্রেনটি সকাল ৮ টা ৪৫ মিনিটে আহমেদপুর স্টেশন থেকে ট্রেনটি কাটোয়ার উদ্দেশ্যে রওনা দেবে এবং কাটোয়া পৌছাবে সকাল ১০ঃ১০ মিনিটে।