সম্প্রতি রাজ্যের চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের তরফে আন্দোলন প্রত্যাহার করে কাজে ফেরার কথা জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই তাতে কিছুটা স্বস্তি মিলেছে সরকারের। আর এই আবহের মাঝেই এক নতুন ঘোষণা শোনা গেল রাজ্য সরকারের তরফে। বড় খবর প্রকাশ হয়েছে নবান্ন সূত্রে। বেশ কিছুদিন আগে জানা গিয়েছিল, পশ্চিমবঙ্গ সরকার শিক্ষকদের অবসরের বয়সসীমা বৃদ্ধির পথে হাঁটতে পারে।
শোনা গিয়েছিল, ১ থেকে ২ বছর নয়, এক লাফে ৫ বছর অর্থাৎ অবসরের বয়সসীমা ৬০ বছর থেকে বাড়িয়ে ৬৫ বছর করার সম্ভাবনা রয়েছে। তবে কী এই আশঙ্কাই সত্যি হতে চলেছে?
আরও পড়ুন: পহেলগাঁও নিয়ে কি রাজনীতি করছে বিজেপি? শুনে যা বললেন শতাব্দী রায়
সম্প্রতি সমাজ মাধ্যমে এই অবসরের বয়সসীমা বাড়ানো নিয়ে একটি বিজ্ঞপ্তি দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে লেখা ছিল রাজ্যের প্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্তরের স্কুল শিক্ষক শিক্ষিকাদের অবসরের বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬৫ বছর করে দেওয়া হচ্ছে। এরপরেই নানা মহলে জল্পনা শুরু হয়।
তবে এবার এই বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট কথা জানিয়ে দিয়েছেন। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এই বিজ্ঞপ্তিকে সম্পূর্ন ভুয়ো বলে জানিয়ে দিলেন তিনি। তাই আপাতত শিক্ষক শিক্ষিকাদের অবসরের বয়সসীমা বাড়ছে না বলেই স্পষ্ট হয়ে গেল শিক্ষামন্ত্রীর কথায়।