জোড়া ঘূর্ণাবর্তের জেরে রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদন : আলিপুর আবহাওয়া সূত্রে জানানো হয়েছে বঙ্গোপসাগর এবং অসম এই দুই জায়গায় জোড়া ঘূর্ণাবর্তের অবস্থানের ফলে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘন্টা ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা এবং উত্তর দিনাজপুরের বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি থাকবে। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পঙেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ঘূর্ণাবর্তের জেরে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকেছে এরাজ্যে। আলিপুর আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি সম্ভাবনা নেই বললেই চলে, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির দেখা মিলতে পারে।

কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, নদীয়া, বীরভূম সহ অন্যান্য জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝড়ও হতে পারে বলে জানানো হয়েছে। যদিও এখনো পর্যন্ত মৎস্যজীবীদের জন্য কোনও সর্তকতা জারি করা হয়নি।