উত্তরবঙ্গ থেকে সরাসরি দিঘা পৌঁছানো হবে আরও সহজ, মুখ্যমন্ত্রীর ঘোষণায় ৬টি ভলভো বাস পরিষেবা

এখন উত্তরবঙ্গ থেকে সরাসরি দিঘার জগন্নাথ মন্দিরে পৌঁছাতে পারবেন সাধারণ মানুষ। কারণ খুব শীঘ্রই চালু হতে চলেছে স্পেশাল ভলভো বাস পরিষেবা। সোমবার শিলিগুড়িতে আয়োজিত বিজনেস মিট থেকে এই নতুন উদ্যোগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শিল্পপতিদের সঙ্গে আলোচনা চলাকালীন দিঘার প্রসঙ্গ উঠে আসে। সেখানে নতুন জগন্নাথ মন্দির নির্মাণের জন্য মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন অনেকেই। সভায় ওঠে ‘জয় জগন্নাথ’ ধ্বনিও। সেই সময়েই মমতা জানান, উত্তরবঙ্গের ছয়টি জায়গা থেকে সরাসরি দিঘা পর্যন্ত যাত্রার জন্য ভলভো বাস চালু হচ্ছে।

আরও পড়ুন: বড্ড বাড় বেড়েছিল মদ বিক্রেতার! পাড়ার ছেলেরা ধরে শুধু কেলানি দিতে বাকি রাখল

মমতা বলেন, “উত্তরবঙ্গের মানুষ যাতে সরাসরি দিঘার জগন্নাথ মন্দিরে যেতে পারেন, তার জন্য ৬টি ভলভো বাস চালু করা হচ্ছে।” এই বাসগুলি শিলিগুড়ি, মালদা, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং রায়গঞ্জ থেকে ছাড়া হবে। আপাতত প্রতিটি স্থান থেকে একটি করে বাস ছাড়ার পরিকল্পনা রয়েছে।

তবে বাসগুলি ঠিক কখন ছাড়বে এবং ভাড়ার পরিমাণ কত হবে, তা এখনো জানানো হয়নি। অনুমান করা হচ্ছে, মঙ্গলবার উদ্বোধনের পর এই সমস্ত তথ্য সামনে আসবে।

জানা যাচ্ছে, মঙ্গলবার একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই নতুন এই ভলভো বাস পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি। পাশাপাশি, আরও নানা সরকারি প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে ওই সভা থেকেই।

বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসনিক প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকতে পারেন বলে খবর। সেই উপলক্ষ্যে জোর প্রস্তুতি চলছে প্রশাসনের তরফে।

এই নতুন বাস পরিষেবা উত্তরবঙ্গবাসীর জন্য ভ্রমণকে যেমন সহজ করবে, তেমনি পর্যটনের দিক থেকেও বাড়তি সুবিধা এনে দেবে বলেই মনে করছেন অনেকে।