সিউড়ি থেকে সোজা দিঘা, রাজনগর থেকে কলকাতা! চালু হল দুটি বাস! দেখে নিন সময়সূচি ও ভাড়া

বীরভূমের বাসিন্দাদের জন্য সুখবর। কেননা এবার জেলার বাসিন্দারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন দীঘা। খুব সহজে জেলার বাসিন্দাদের দিঘা পৌঁছে দেওয়ার জন্য দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম সংস্থা নতুন দুটি বাস চালু করল। যে দুটি বাসের মধ্যে একটি সিউড়ি থেকে দিঘা এবং আরেকটি রাজনগর থেকে কলকাতা অবধি যাতায়াত করবে। নতুন এই দুটি বাসের সময়সূচী আমরা আপনাদের সামনে তুলে ধরব।

মূলত দীঘায় জগন্নাথ দেব মন্দিরের উদ্বোধনের পর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সেই মন্দির দর্শনের জন্য লক্ষ লক্ষ দর্শনার্থীদের ভিড় হতে দেখা যাচ্ছে। তবে পর্যাপ্ত ট্রেন অথবা বাসের অভাব থাকার ফলে অনেক এলাকার মানুষদের ইচ্ছে থাকলেও তা সম্ভব হয়ে উঠছে না। এমন পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন বাস চালু করা হচ্ছে দীঘার জন্য।

আরও পড়ুন: বীরভূমের স্কুল পড়ুয়ার হাতে তৈরি অবিশ্বাস্য ড্রোন! রিমোট কন্ট্রোল ছাড়াই করতে পারে সব কাজকর্ম

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম সংস্থার তরফে সিউড়ি ও রাজনগর থেকে যে দুটি বাসের সূচনা করা হলো সেই দুটি বাসের সময়সূচী সম্পর্কে যা জানা গিয়েছে তা হল, সিউড়ি থেকে সকাল সাড়ে ছটায় ছাড়বে এবং দীঘা থেকে বাসটি পুনরায় সিউড়ির উদ্দেশ্যে রওনা দেবে ৯ঃ৫০ মিনিটে। ভাড়া হিসাবে যাত্রীদের দিতে হবে মাত্র ২৭৭ টাকা।

অন্যদিকে রাজনগর থেকে কলকাতার উদ্দেশ্যে বাসটি রওনা দেবে ভোর সাড়ে চারটের সময়। বাসটি পুনরায় বারোটার সময় রাজনগরের উদ্দেশ্যে রওনা দেবে।