নিজস্ব প্রতিবেদন : দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার ৪৪ কোটি গ্রাহকদের জন্য সুখবর দিয়ে গতকালই জানিয়েছে, এবার থেকে আর তাদের সেভিংস অ্যাকাউন্ট হোল্ডারদের সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হবে না। অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে যে মিনিমাম ব্যালেন্স রাখার নিয়ম ছিল তা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তুলে নেয়। আর এই সুখবরের পাশাপাশি তারা আরও একটি সুখবর দিলো তাদের গ্রাহকদের জন্য। যেটি হল এবার থেকে আর কাটা হবে না SMS চার্জও। পরপর দুটি সুখবরে খুশির হাওয়া SBI গ্রাহকদের মধ্যে।
গত ছয় মাসের মধ্যে পিএমসি ব্যাঙ্ক ও ইয়েস ব্যাঙ্ক, পরপর দুটি ব্যাঙ্ক আর্থিক সংকটের মধ্যে পড়ে। যে কারণে ঐ সকল ব্যাঙ্কের গ্রাহকদের বিপুল সমস্যায় পড়তে হয়। পাশাপাশি ওই সকল ব্যাঙ্কের গ্রাহকদের ব্যাঙ্কে আমানত করা অর্থ নিয়ে আশঙ্কার সৃষ্টি হয়। ছয় মাসের মধ্যে দুটি ব্যাঙ্কের এমন অবস্থায় দেশবাসীদের মধ্যে ব্যাঙ্কে রাখা আমানত নিয়ে আশঙ্কা বাড়তে শুরু করে। তবে এর মাঝেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের আশ্বস্ত করে জানায়, “ব্যাঙ্কে রাখা সব আমানতকারীদের আমানত সুরক্ষিত। আমানত সুরক্ষিত রাখার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিনিয়ত নজর রাখছে।” আর এই আশঙ্কার মুহূর্তেই দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এমন পরপর দুটি খুশির খবরে স্বাচ্ছন্দ ফিরেছে দেশবাসীদের মধ্যে।
মেট্রো সিটি, শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের জন্য তিনটি ধাপে মিনিমাম ব্যালেন্স রাখার বাধ্যবাধকতা ছিল এতদিন SBI গ্রাহকদের জন্য। এই তিন অঞ্চলের জন্য যথাক্রমে ৩০০০, ২০০০ ও ১০০০ টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হত গ্রাহকদের।আর মাসের শেষে এই মিনিমাম ব্যালেন্সের এভারেজ অর্থাৎ গড় পর্যাপ্ত না হলে কাটা হত ১৫, ১২, ৫-১০ টাকা চার্জ পাশাপাশি GST। ঠিক একইভাবে SBI গ্রাহকদের SMS পরিষেবা বহন করার জন্য SMS চার্জ হিসাবে তিন মাসে ১৫ টাকা করে বছরে ৬০ টাকা কাটা হতো। আর এবার সেই টাকা অর্থাৎ SMS চার্জ কাটাও বন্ধ করলো SBI। চলতি বছর অর্থাৎ ১লা জানুয়ারি ২০২০ থেকেই এই চার্জ কাটা বন্ধ হল।
Important announcement for #SBI customers! Average Monthly Balance (AMB) charges on savings bank accounts have been waived. Quarterly SMS charges have also been waived off. For more details, please visit: https://t.co/1f2bY5ZYTS#SBI #Announcement #SavingsAccount #ZeroBalance pic.twitter.com/K0S8cmRhVy
— State Bank of India (@TheOfficialSBI) March 11, 2020
তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য পরপর দুটি সুখবরের কথা শোনালেও গ্রাহকদের জন্য খারাপ খবরও রয়েছে। শর্ট টার্ম অর্থাৎ ৪৫ দিনের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ০.৫০% সুদের হার কমালো SBI। এখন থেকে এই টার্মে ফিক্সড ডিপোজিট গ্রাহকরা ৪.৫% সুদের জায়গায় এবার পাবেন ৪ শতাংশ সুদ। অন্যদিকে এক বছর বা তার বেশি ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার কমেছে ০.১০ শতাংশ।