নিজস্ব প্রতিবেদন : পিএফ-এর অ্যাকাউন্ট যাদের রয়েছে তাদের জন্য একটি সুখবর। হ্যাঁ, কেন্দ্রীয় সরকার একটি বড় অঙ্কের ঘোষণা করলো ইপিএফের ৬ কোটি সদস্যদের জন্য।
বিশ্বব্যাপী শুরু হয়েছে এক মহামারী। করোনাভাইরাসের মারণ থাবায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। করোনা আতঙ্কে ভুগছে গোটা বিশ্ব। ভারতে এই ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ১৫০০-র বেশি। মৃত্যুও ঘটেছে অনেকের। করোনার কারণেই গোটা দেশ কার্যত আগামী ২১ দিনের জন্য লকডাউন। আমাদের রাজ্যেও তিন জনের মৃত্যু ঘটেছে ইতিমধ্যেই। এই লকডাউনে অনেক মানুষেরই কাজ বন্ধ। এই অবস্থায় যারা চাকরিজীবী তাদের কিছুটা স্বস্তি দিতেই এই নতুন ঘোষণা সরকারের। পিএফে জমানো ৭৫ শতাংশ টাকা অথবা তিন মাসের বেসিক পে (যদিও পরিমাণে সেটি কম হবে), টাকাটি তারা ইপিএফ থেকে তুলে নিতে পারবেন।শ্রমমন্ত্রকের তরফের ২৮ মার্চ একটি নির্দেশিকায় এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিম ১৯৫২-র সংশোধনের কথা বলা হয়েছে।
এই নির্দেশিকাতে বলা হয়েছে যে ইপিএফও, তাদের ফিল্ড অফিসগুলিতে কোনও আবেদন পড়লেই যাতে সেই আবেদন গ্রহণ করে সদস্যদের সাহায্য করা হয়। এই নির্দেশিকার কারণে প্রায় ৬ কোটি সদস্য ইপিএফ থেকে টাকা তুলতে পারবেন।
কিভাবে অনলাইনে আবেদন করবেন?
১) আপনি আপনার ফোন বা ল্যাপটপ থেকে unifiedportal-mem.epfindia.gov.in পোর্টালে লগ ইন করতে হবে।
২) এই পোর্টালের বাঁদিকে একটি নতুন সংযোজন দেখতে পাবেন। ‘Advance claim for outbreak of pandemic (COVID-19)–click here for details’। সেই অংশে ক্লিক করলেই পিডিএফ পাতা খুলে যাবে। সেই পাতাতেই দেখানো থাকবে যে এই পরিস্থিতিতে কীভাবে অনলাইনে আবেদন করতে হবে।
৩) এরপর আপনি মূল পোর্টালে যান। সেখান থেকে পুনরায় লগ ইন করুন। লগ ইন করতে আপনার UAN লাগবে। আপনার পে স্লিপে UAN পেয়ে যাবেন।
৪) এরপর পাতার একেবারে উপরে বাঁদিকে অনলাইন সার্ভিস অপশন দেখতে পাবেন। এইখানে আপনি ড্রপ ডাউন করে Claim Form 31 বেছে নিতে হবে।
৫) এরপর আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে। সেই সঙ্গে আপনার পিএফ অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ চার ডিজিট দিতে হবে। এরপর ‘Proceed’ করুন।
৬) এবার দেখুন Withdrawal ফর্মের একটি পেজ ওপেন হবে। এখানে ‘PF Advance’ form (Form 31) সিলেক্ট করুন, তারপর ‘I want to apply for’ লেখাতে গিয়ে ক্লিক করুন।
৭) কী কারণে আপনি এই টাকাটা তুলতে চাইছেন সেটা এবার লিখতে হবে। এজন্য পোর্টালে নতুন একটি অপশন রয়েছে। ‘outbreak of pandemic (Covid-19)’-এ ক্লিক করুন।
৮) আপনাকে এরপর যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পিএফ অ্যাকাউন্টের সাথে যুক্ত তার চেকের একটি ছবি আপলোড করতে হবে। সেই ছবিতে যেন IFSC কোডটি অবশ্যই থাকতে হবে। মনে রাখবেন ছবিটির সাইজ যেন ১০০ k.b বেশি ও ৫০০ K.b-র কম হয়।
৯) এরপর সেলফ ডিকলারেশন মেসেজে ক্লিক করলে আধার নম্বরের সাথে যুক্ত নম্বরে একটি ওটিপি মোবাইলে যাবে। সেই ওটিপি দিয়ে ‘SUBMIT’ করুন।
১০) সব কিছু ঠিকঠাক হলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার উল্লেখিত টাকা জমা পড়ে যাবে।
EPFO introduced 'Pandemic advance facility' for employees#IndiaFightsCorona #EPFO #CoronavirusOutbreak #SocialSecurity pic.twitter.com/KcR5VnHfuM
— EPFO (@socialepfo) March 29, 2020
খুবই সহজ পদ্ধতি এটি। মুখে বললাম বলে হয়ত কঠিন মনে হলো কিন্তু ল্যাপটপ খুললেই সবটা বুঝতে পারবেন। পুরো কাজটি করতে বেশি সময়ও লাগবে না।