WhatsApp-এ বাজার করা চালু করে দিলো Jio, রইলো নম্বর

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রিল্যায়ান্সের সাথে মার্ক জুকারবার্গের ফেসবুকের যুগলবন্দী ঘটে গেছে। এবার রিল্যায়ান্স ইন্ডাস্ট্রির জিও প্ল্যাটফর্ম ও ফেসবুক ও তার অধীনস্থ মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ, এই তিনের একত্রীকরণ হলো। এই পরিষেবা প্রথম চালু হলো মহারাষ্ট্রের ‌নবি মুম্বই, থানে ও কল্যাণে। আগামীদিনে ছড়িয়ে পড়বে দেশের সব জায়গায়।

Advertisements

Advertisements

এই একত্রীকরণের ফলে কী কী সুবিধা পেতে চলেছেন সাধারণ মানুষ?

Advertisements

দেশের বেশিরভাগ মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। এখন জিওমার্ট ও হোয়াটসঅ্যাপ এক হয়ে সকল ছোটো ব্যবসায়ীদের জন্য একটি নতুন রাস্তা খুলে দেবে। দেশের সকল ছোট ছোট স্টোরগুলিকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একত্রিত করা হবে। তারপর মুদির দোকানই হোক বা ছোটো কোনো স্টোরের জিনিস আপনি মোবাইলে অর্ডার দিলেই পেয়ে যাবেন ডেলিভারী। আপনি যে কোনো জিনিস অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপে আর পেমেন্টও করতে পারবেন হোয়াটসঅ্যাপে। এমন অনেক মানুষ আছেন যারা পেটিএমে অভ্যস্ত নন তারা খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গেই হোয়াটসঅ্যাপে টাকা মেটাতে পারবেন।

এতে রিলায়েন্সের কী সুবিধা?

আমাদের দেশে খুব কম করে হলেও ৪০ কোটির বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। এই বিপুল সংখ্যক মানুষের কাছেই পৌঁছে যেতে চাইছে‌ রিলায়েন্স।

কীভাবে কাজ করবে অনলাইন শপিং হোয়াটস অ্যাপের মাধ্যমে?

একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হবে। ৮৮৫০০০৮০০০-নম্বরটিই মোবাইল ফোনে সেভ করতে হবে। জিওর দেওয়া এই নম্বর সেভ করার পর থেকে গ্রাহকরা একটি লিঙ্ক পাবে। এই লিঙ্কের ভ্যালিডিটি থাকবে ৩০ মিনিট। ত্রিশ মিনিটের লিঙ্কটিতে ক্লিক করতে হবে। লিঙ্কটিতে ক্লিক করলে নতুন এক ওয়েবপেজ খুলে যাবে।

সেই ওয়েবপেজে গ্রাহকের নাম, ঠিকানা ও ফোন নম্বর দিতে হবে। এই পেজেই থাকবে নানারকম সামগ্রীর ক্যাটালগ ও তার দাম। আপনাকে শুধু প্রয়োজনীয় সামগ্রী সিলেক্ট করতে হবে তারপর অর্ডার দিতে হবে। ব্যস তাহলেই কেল্লাফতে! দোরগোড়ায় এসে পৌঁছাবে আপনার প্রয়োজনীয় সামগ্রী।

Advertisements