ঘরে বসে Online-এ ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন দিচ্ছে SBI

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : টানা লকডাউনের কারণে দেশের বেশিরভাগ মানুষই আজ আর্থিক সংকটের মধ্যে। আর এই পরিস্থিতিতে ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে এলো পার্সোনাল লোনের একটি প্রকল্প। যার মাধ্যমে আপনি ঘরে বসেই মাত্র কয়েক মিনিটে পেয়ে যেতে পারেন ৫ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন।

Advertisements

Advertisements

বাড়িতে বসেই এই পার্সোনাল লোন পাওয়ার পাশাপাশি এই লোনের সাথে বাড়তি বেশ কতকগুলি সুবিধা দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বর্তমান পরিস্থিতিতে কোনো গ্রাহক যদি এই লোন এখন নিয়ে থাকেন তাহলে তাকে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত কোনো রকম EMI গুনতে হবে না। EMI শুরু হবে অক্টোবর মাস থেকে। এসবিআই এই পার্সোনাল লোনের নাম দিয়েছে ‘Xpress Credit Personal Loan’। এই লোন কোন গ্রাহক যদি নিয়ে থাকেন তাহলে তাকে ১০.৫০% হারে সুদ দিতে হবে।

Advertisements

তবে এই লোন পাওয়ার ক্ষেত্রে অবশ্যই গ্রাহককে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক ও মনোনীত হতে হবে। আর কোনো গ্রাহক মনোনীত কিনা তা বলে দেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর জন্য গ্রাহকদের একটি SMS করতে হবে তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে রেজিস্টার্ড থাকা মোবাইল নম্বর থেকে। SMS করতে হবে ‘PAPL (স্পেস দিন) অ্যাকাউন্ট নম্বরের শেষ ৪ ডিজিট’, এবার সেটিকে পাঠাতে হবে ৫৬৭৬৭৬ নম্বরে। আর এই এসএমএসের উত্তরের ব্যাঙ্ক আপনাকে জানিয়ে দেবে আপনি লোনের উপযুক্ত কিনা।

এখন যদি কোন গ্রাহক এই পার্সোনাল লোন পাওয়ার ক্ষেত্রে মনোনীত হয়ে থাকেন তাহলে ব্যাঙ্কের তরফ থেকে একটি লিঙ্ক পাঠানো হবে এসএমএসের মাধ্যমে। সেই লিঙ্কে ক্লিক করে গ্রাহকরা বিস্তারিত বিবরণ দিয়ে মাত্র কয়েক মিনিটে বাড়িতে বসেই পেতে পারেন ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন।

এছাড়াও যে সমস্ত গ্রাহকরা ‘Yono’ অ্যাপ ব্যবহার করে থাকেন তাদের হোমপেজেই দেখিয়ে দেবে ওই গ্রাহক এই লোন পাওয়ার জন্য মনোনীত হতে পারেন কিনা। আর যদি কোন গ্রাহক এমনটা দেখতে পান তাহলে তিনি ওই অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারেন লোনের জন্য। দুই ক্ষেত্রেই সমস্ত বিবরণ সঠিকভাবে দেওয়ার পর এবং টাকা লোন শোধের সময়কার নির্বাচিত করার পর একটি OTP-র মাধ্যমে সুরক্ষা যাচাই করা হবে। তারপর গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে সেই টাকা।

Advertisements